Lifestyle News

‘মনসুন ওয়ার্ডরোব’-এ এগুলো রয়েছে তো?

আপনি কি ঘড়ি ছাড়া বাড়ি থেকে বেরোতে পারনে না? যখনই বাইরে বেরোন কব্জিতে ঘ়ড়ি থাকেই? যদি ঘড়ি আপনার এতটাই প্রিয় হয় তা হলে নিশ্চয়ই চাইবেন না বৃষ্টিতে ভিজে নষ্ট হোক শখের ঘড়ি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ১২:০৫
Share:

বর্ষা বেশ জাঁকিয়েই এসে গিয়েছে। যখন তখন আকাশের মুখ ভার। আপনার মনসুন ওয়ার্ডরোব তৈরি আছে তো? বর্ষার স্টাইল কিন্তু গরমের স্টাইলের থেকে একেবারেই আলাদা। চট করে এক বার চোখ বুলিয়ে নিন মনসুন এসেনশিয়ালসে।

Advertisement

পোশাক

বর্ষাকালে পোশাকের দিকে সবচেয়ে আগে নজর দিন। যে দিন বৃষ্টি হতে পারে বা বাড়ি থেকে বেরনোর সময়েই অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে, সে দিন হাল্কা ফ্যাব্রিকের পোশাক পরুন। যে ফ্যাব্রিকগুলো বৃষ্টিতে ভিজলেও তাড়াতাড়ি শুকিয়ে যায়। জিন্‌স পরে বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা রয়েছে আপনার? তা হলে জানেন নিশ্চয়ই জিন্‌স শুকোতে কত হয়রানি হয়। এ সব মোটা কাপড় গায়ে শুকোলে ঠান্ডা লেগে যাওয়ারও ঝুঁকি থাকে। সিফন, মলমল, জর্জেট কাপড়ের কুর্তি, টপ, প্যান্টস এই সময়ের জন্য সবচেয়ে ভাল।

Advertisement

শর্ট

বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে গা ভেজা এড়াতে পারলেও পা ভেজা এ়ড়ানো যায় না। বৃষ্টির জলে ভেজেই পা। কখনও ভেজা রাস্তা, কাদার ছিটে লাগার জন্যও প্যান্ট, পাজামায় দাগ হয়ে যায়। বর্ষাকালে তাই শর্ট কিছু পরতে পারলেও ভাল। সুন্দর প্রিন্টেড কেপ্রি, শর্ট স্কার্ট, প্রিন্টে়ড শর্ট ড্রেস পরুন।

ছাতা

ছাতা কিন্তু বর্ষার স্টাইলের মধ্যেই পড়ে। লেটেস্ট ডিজাইন, লেটেস্ট ফ্যাশনের ছাতা বাজারে এসে গিয়েছে। প্রিন্টেড, এক রঙের উজ্জ্বল ছাতা— যেমন পছন্দ বেছে নিন। বর্ষায় ফ্যাশনেবল ছাতা আপনার লুকে স্টাইল অ্যাড করবে।

অ্যাকসেসরিজ

বর্ষার অ্যাকসেসরিজ তৈরি আছে তো? এই সময় ব্যাগ, রেনকোট, হ্যাট, বেল্ট যাই ব্যবহার করবেন সেটা যেন ওয়াটারপ্রুফ হয়। এতে অস্বস্তিও হবে না, আবার আপনার পছন্দের অ্যাকসেসরিজ বৃষ্টিতে ভিজে নষ্টও হবে না।

ঘড়ি

আপনি কি ঘড়ি ছাড়া বাড়ি থেকে বেরোতে পারনে না? যখনই বাইরে বেরোন কব্জিতে ঘ়ড়ি থাকেই? যদি ঘড়ি আপনার এতটাই প্রিয় হয় তা হলে নিশ্চয়ই চাইবেন না বৃষ্টিতে ভিজে নষ্ট হোক শখের ঘড়ি? বর্ষায় সব বড় সংস্থাগুলোই নিজেদের ওয়াটারপ্রুফ রেঞ্জ বের করে। এ বারের মনসুন কালেকশন থেকে বেছে নিন পছন্দ মতো ঘড়ি।

আরও পড়ুন: বর্ষা এসে গিয়েছে, সুস্থ থাকতে এগুলো একটু খেয়াল রাখুন

গ্যাজেট

বর্ষায় নিজের স্টাইল যেমন বদলাবেন, তেমনই আপনার গ্যাজেটেরও স্টাইল বদল প্রয়োজন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়লে তা ইলেকট্রেনিক গ্যাজেট নষ্ট করে দেয়। তাই ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করুন ফোন, ট্যাব, আইপ্যাডে। রঙিন, ফ্যাশনেবল ওয়াটারপ্রুফ কভারে বাজার ভরে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement