Kareena Kapoor Khan

২৬ হাজার টাকার মাস্ক পরে কী বললেন করিনা

সম্প্রতি একটি মাস্ক পরে নিজের ইনস্টাগ্রাম পেজে একটা ছবি পোস্ট করেছেন করিনা। ছবির সঙ্গে লিখেছেন, ‘কোনও রকম বাজে কথা না বলে মাস্ক পরুন’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ২০:০৯
Share:

করিনা কপূর খান। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রায় রোজই দেখা যাচ্ছে কোনও না কোনও অভিনেতা বা অভিনেত্রী আক্রান্ত হয়ে পড়ছেন। হয়ত সেই জন্যই একটা কড়া বার্তা দিতে চেয়েছেন করিনা কপূর খান। সম্প্রতি একটি মাস্ক পরে নিজের ইনস্টাগ্রাম পেজে একটা ছবি পোস্ট করেছেন করিনা। ছবির সঙ্গে লিখেছেন, ‘কোনও রকম বাজে কথা না বলে মাস্ক পরুন’। তবে কোনও কাজই তো বেবো সাধারণ ভাবে করেন না। তাই এই বার্তা দেওয়ার ভঙ্গিও রাজকীয়। যে মাস্ক পরে নিজের ছবি তুলেছেন, তার দাম ভারতীয় টাকার অঙ্কে ২৬ হাজারেরও বেশি। ডিজাইনার ব্র্যান্ড লুই ভিতোঁর তৈরি মাস্কটি এমনিতে একরঙা ছিমছাম। তবে এক কোণে শোভা পাচ্ছে লুই ভিতোঁর লোগো। তাতেই বোঝা যাচ্ছে মাস্কটির মূল্য।

Advertisement

গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় পুত্র সন্তানের মা হয়েছেন করিনা কপূর খান। ইতিমধ্যেই অবশ্য ফের কাজে মন দিয়েছেন তিনি। কিছু বিজ্ঞাপনের শ্যুটিং শেষ করেছেন। আগামী কিছু ছবি এবং ওটিটি মাধ্যমের কাজ নিয়েও নাকি ভাবনাচিন্তা করছেন। যদিও তিনি মূলত সদ্যজাতকে নিয়েও বেশি ব্যস্ত। অবসর সময়ে ঘুরে আসেন প্রিয় বান্ধবী অমৃতা অরোরা এবং দিদি করিশ্মা কপূরের বাড়ি থেকে। বলিউডে যে অনেকেই এখন কোভি়ড আক্রান্ত হয়ে পড়ছেন, তা সকলেরই জানা। তাই এই কঠিন সময়ে সাধারণ নিয়মবিধিগুলো মেনে চলার কথা সকলকে স্বরণ করিয়ে দিলেন করিনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement