Sparrows

মন ভাল করে দেওয়া এই পাখির জন্য চাই ঘরের কোণে একটু জায়গা

ধূসর বা ঘিয়ে রঙের এই পাখিটি জনপ্রিয় তার গোলাপি চঞ্চুর কারণে। ভারতীয় পরিবেশে এই পাখি সহজেই পোষা যায় বাড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ১৯:৫০
Share:

পোষ্য হিসেবে সারা পৃথিবীতেই জনপ্রিয় এই পাখি।

২০ মার্চ বিশ্ব চড়াই দিবস বা ‘ইন্টারন্যাশনাল স্প্যারো ডে’। বাড়ির এ দিক ও দিকে বাসা বাঁধা চড়াই যেমন মন ভাল করে দিতে পারে, তেমনই পোষ্য হিসেবে মন ভাল করে দিতে পারে বিদেশের চড়াইও। ঘেরাটোপের মধ্যে অনেকেই পোষেন চড়াই গোত্রের পাখি জাভা স্প্যারো।

Advertisement

ধূসর বা ঘিয়ে রঙের এই পাখিটি জনপ্রিয় তার গোলাপি চঞ্চুর কারণে। ভারতীয় পরিবেশে এই পাখি সহজেই পোষা যায় বাড়িতে। শুধুমাত্র খুব ঠান্ডা আবহাওয়ায় একে রাখা যায় না। তবে এই পাখি পোষার আগে কয়েকটি বিষয় মনে রাখা উচিত।

  • ভারতে যে সব জাভা স্প্যারো পাওয়া যায়, তাদের অধিকাংশেরই জন্ম ঘেরাটোপের মধ্যে। কিন্তু তার পরেও এই পাখির দরকার বড় জায়গা। না হলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এক জোড়া জাভা স্প্যারোর জন্য দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতায় অন্তত ৬ ফুট বাই ৪ ফুট বাই ২ ফুট জায়গা দিতেই হবে।
  • এই জাতের পাখি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পছন্দ করে। ফলে তাদের বাসস্থান যত দূর সম্ভব পরিষ্কার রাখতে হবে।
  • জল নোংরা হলে, তা থেকে এদের সংক্রমণ ছড়ায়। তাই নিয়মিত এদের জলের পাত্র পরিষ্কার করতে হবে।
  • খাবার হিসেবে শস্যদানাই এদের পছন্দের। নানা রকমের শস্যদানা এদের খেতে দেওয়া যেতে পারে।
  • দানার সঙ্গে অল্প পরিমাণে ডিমের খোলার গুঁড়ো দেওয়া যেতে পারে। এই গুঁড়ো পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমায়।
Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement