পোষ্যদের ওজনও বাড়ছে। ছবি: সংগৃহীত
লকডাউনের ফলে শুধু মানুষের মেদ বৃদ্ধি হয় না। ওজন বাড়ে পরিবারের পোষ্য সদস্যদেরও। গত বছরের লকডাউনের সময়ও বহু মালিক আশঙ্কা প্রকাশ করতেন, তাঁদের পোষ্যদের ওজন বেড়ে যাচ্ছে বলে। তার কারণ কি শুধুই গৃহবন্দি হয়ে থাকা, নাকি আরও কিছু?
কারণ: পশুস্বাস্থ্যবিদ বা চিকিৎসকেদের অনেকেই মনে করেন, পোষ্য তার মালিকের জীবনধারার সঙ্গে মানিয়ে নেয় এবং সেগুলোই অনুসরণ করার চেষ্টা করে। লকডাউনের ফলে পোষ্যদেরও বাইরে ঘোরাঘুরির সুযোগ কমেছে। কিন্তু সেটাই একমাত্র কারণ নয় ওজন বৃদ্ধির। দেখা গিয়েছে, যে সব কুকুর বা বিড়াল সাধারণত খুব বেশি বাইরে ঘোরাঘুরি করে না, লকডাউনে তাদের অনেকের ওজন বেড়েছে। তার কারণ চোখের সামনে মালিকের আলসেমি এবং ওজন বৃদ্ধি।
সামলাবেন কী করে: