বস কি বিনা কারণেই মেজাজ দেখায়? কেন বলুন তো

সামান্য ভুলেও কি বসের মুখঝামটা সহ্য করতে হয় আপনাকে? সহকর্মী কম পরিশ্রম করেও এগিয়ে যাচ্ছেন, অথচ বেশি পরিশ্রম করে, বেশি সময় কাজ করেও বিন্দুমাত্র প্রশংসা জোটে না কপালে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৫ ১২:৩৩
Share:

সামান্য ভুলেও কি বসের মুখঝামটা সহ্য করতে হয় আপনাকে? সহকর্মী কম পরিশ্রম করেও এগিয়ে যাচ্ছেন, অথচ বেশি পরিশ্রম করে, বেশি সময় কাজ করেও বিন্দুমাত্র প্রশংসা জোটে না কপালে? খুব রাগ হয় নিশ্চয়। কিন্তু বসের এই অস্বাভাবিক ব্যবহার পুরোটাই কি ইচ্ছাকৃত নাকি নেহাতই মনের অগোচরে?

Advertisement

ডিউক ইউনিভার্সিটির এক দল বিজ্ঞানী সেই প্রশ্নেরই জবাব এনেছেন। তাঁদের মতে, বসকে আপনি কেমন ভাবতে চান সবটাই আদপে মস্তিষ্কের কারসাজি। যার নেপথ্যে রয়েছে মূলত আমিগডালা। মস্তিস্কের এই বিশেষ অংশ আমিগডালাই আপনার মনোভাব তৈরি করে। অর্থাৎ বসের মেজাজ যথনই বিগড়ে থাকে তখন তাঁর প্রতি নেগেটিভ মনোভাব তৈরি করে। আর যদি কোনও দিন প্রশংসা জোটে? বেশির ভাগ ক্ষেত্রেই কর্মচারীদের ধারণা, তা ভুলিয়ে ভালিয়ে কাজ করানোর প্রয়াস মাত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement