Alcohol

Coronavirus: প্রতিষেধক নেওয়ার পরে কি মদ্যপান করা যাবে?

ফলে প্রতিষেধক নেওয়া মাত্রই নিয়মিত মদ্যপান করলে শরীর দুর্বল হতে পারে। আর প্রতিষেধকের কাজ করতে সময় বেশি লাগতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৯:১৫
Share:

গবেষকেদের বক্তব্য, এখনও এমন প্রমাণ মেলেনি যে মধ্যপানের পরে আর অ্যান্টিবডি তৈরি হচ্ছে না শরীরে। ফাইল চিত্র

প্রশ্ন ঘুরছে প্রতিষেধক কোথায় পাওয়া যাবে, তা নিয়ে। তার সঙ্গেই আর এক প্রশ্ন বারবার ফিরে আসছে। টিকা নেওয়ার পরে কি মদ্যপান করা যাবে? প্রথম উত্তর কঠিন। তবে দ্বিতীয় প্রশ্নের জবাব জেনে নেওয়া যাক।

Advertisement

মদ্যপান মানেই আর প্রতিষেধক কাজ করবে না, এমন নয়। গবেষকেদের বক্তব্য, এখনও এমন প্রমাণ মেলেনি যে মধ্যপানের পরে আর অ্যান্টিবডি তৈরি হচ্ছে না শরীরে। ফলে প্রতিষেধক নিয়েছেন মানেই যে মদ্যপান বন্ধ, এমন না ভাবলেও চলে।

তবে পাল্টা যুক্তি রয়েছে। মদ্যপান কমিয়ে দেয় প্রতিরোধশক্তি। ফলে প্রতিষেধক নেওয়া মাত্রই নিয়মিত মদ্যপান করলে শরীর দুর্বল হতে পারে। আর প্রতিষেধকের কাজ করতে সময় বেশি লাগতে পারে।

Advertisement

এমন ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, মদ্যপান বন্ধ করে দিতে হবে না। তবে অতিরিক্ত খাওয়া চলবে না। প্রতিষেধক নেওয়ার দিন তিনেক পরে ৬০-৯০ মিলিলিটার ম‌দ্যপান করলে শরীরের খুব ক্ষতি হবে না বলেই বক্তব্য চিকিৎসকদের একাংশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement