নিজের বাড়িতে বসেই কাশ্মীরি রোগন জোশ চেখে দেখতে চান? কিংবা কাশ্মীরি গালিচায় ড্রয়িং রুম সাজাতে চান? মাউসের একটি ক্লিকেই এ বার পেতে পারেন অথেনটিক কাশ্মীরি কুইজিন, ড্রাই ফুডের প্ল্যাটার বা শাল-কার্পেটের মতো বিভিন্ন প্রো়ডাক্ট। এমন অভিনব উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা! ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-এর পোর্টালে এমন সুবিধাই মিলবে।
রেলমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, শুধুমাত্র কাশ্মীরি কুইজিনই নয়, এতে মিলবে সে রাজ্যের হস্তশিল্পেরও নানা জিনিস। হঠাৎ এমন উদ্যোগ কেন? রেলমন্ত্রী জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরকে রেল পর্যটনের মানচিত্রে তুলে ধরাই এ উদ্যোগের আসল উদ্দেশ্য।
কী কী মিলবে এই পোর্টালে? রোল কর্তৃপশ্র জানিয়েছেন, পাওয়া যাবে কাশ্মীরি শাল, তামার বাসনপত্র, সিল্কের কাপড় থেকে শুরু করে জাফরান, আমন্ড, আখরোট, বিভিন্ন রুটি, নুন চা-সহ সমস্ত রকমের জনপ্রিয় প্রো়ডাক্ট।
এই ধরনের প্রো়ডাক্ট বিক্রির জন্য আমাজন ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়েছে রেল। আইআরসিটিসি-এর পোর্টালে ওই প্রো়ডাক্টের উপর ক্লিক করলেই ক্রেতা পৌঁছে যাবেন আমাজনের ওয়েবসাইটে। সেখান থেকেই সমস্ত জিনিসপত্র কিনতে পারবেন ক্রেতারা।
আরও পড়ুন