Jamdani Saree

ভাষা দিবসের সাদা-কালো শাড়ির সাজে আনুন নতুনত্ব

সাবেক স্বাদের সাদা-কালো জামদানির পাশাপাশি, আরও অনেক ভাবেই সাজা যায় ভাষা দিবস উদ্‌যাপনের সময়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২২
Share:

বিদ্যা বালনের সাদা-কালো সাজ। ছবি: ইনস্টাগ্রাম

এ দিনটাও শাড়ির। সাদা-কালো সাজের। তাই বলেই কি একঘেয়ে সাজতে হবে নাকি? ভাষা দিবসের সাজেও আনা যায় হাল ফ্যাশনের ছোঁয়া। তার জন্য বেশি খাটনিও নেই। শুধু সে কথা খেয়াল রাখুন শাড়ি বাছার সময়ে। সাবেক স্বাদের সাদা-কালো জামদানির পাশাপাশি, আরও অনেক ভাবেই সাজা যায় ভাষা দিবস উদ্‌যাপনের সময়ে।

Advertisement

সাবেক ভাবনার সাজে আধুনিকতার ছোঁয়া আনতে কী করতে পারেন?

নতুন মেজাজের শাড়ি

Advertisement

সাবেক থিমের শাড়ির সাজ সহজেই আধুনিক করা যায় ডিজাইনে বদল এনে। চিরাচরিত চওড়া পারের সাদা-কালো তাঁত কিংবা সাদা জমির উপরে ছোট ছোট কালো বুঁটির জামদানি না পরে নতুন ধাঁচের ছাপার দিকে মন দিন। এখন পাখি, পেঁচা, ফল, গাড়ির মতো নানা ধরনের প্রিন্টের শাড়ি তৈরি হচ্ছে। তেমনই কিছু কিনে নিন। সাদার উপরে ছোট-বড় কালো ছবি ছাপা তেমন কোনও শাড়ি আপনার সাজে আনতে পারে একটা নতুন মেজাজ। কিনতে পারেন চেকস্‌ কিংবা স্ট্রাইপস‌্‌ও। কালোর উপরে সাদা। কিংবা সাদার উপরে কালো দাগ কাটা শাড়ির সাজ সকলের থেকে আলাদা হতে সক্ষম।

শুধু সুতি কেন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাধারণত সুতির শাড়ি পরাই চল। তার কারণ, বাঙালিরাই মূলত উদ্‌যাপন করেন এই দিনটি। আর বাঙালি রমণী মানেই যেন একটা সুন্দর সুতির শাড়ি! সময় বদলেছে, সেই ভাবনাতেও বদল আনুন। ফেব্রুয়ারি মাসে এমন গরম পড়ে না যে, অন্য কোনও ধরনের শাড়ি পরতে পারবেন না। সিল্ক তো পরতেই পারেন, তবে আরও অন্য কিছুও ভেবে দেখা যায়। যেমন সাদা কালো ছাপা শিফন এবং ক্রেপ এখন দাপিয়ে বেড়াচ্ছে ফ্যাশন দুনিয়া। কিনে নিন না তেমন কিছুই। যেমন আধুনিক হবে সাজ, তেমন ঝটপট পরতেও আরাম। ক’দিন পরেই রোদের তেজ বাড়বে। তখন তো এমনিতেই বেশি করে সুতির দিকে ঝুঁকতে হবে।

সাদা-কালো সাজে পিছিয়ে নেই করিনা কপূর খানও। ছবি: ইনস্টাগ্রাম

ব্লাউজের রকমফের

একঘেয়ে সাজের মোড়ক থেকে আপনাকে বার করে আনতে একটা ব্লাউজই যথেষ্ট। তা প্রমাণ হয়ে গিয়েছে ইতিমধ্যে। কলার দেওয়া সাদা-কালো একটা শার্ট কিংবা ছোট ঝুলের কুর্তি পরে দেখুন না একটা সরু পাড়ের কালো সুতির শাড়ির সঙ্গে। এক রঙা ছোট হাতা ব্লাউজ এমনিতেই এখন আর ফ্যাশনে নেই। ফলে একটু সময় ব্যয় করতে হবেই ঠিক ব্লাউজটা বেছে নিতে। এক রঙা কালো কিংবা সাদা শাড়ির সঙ্গে পরতে পারেন নতুন ধরনের ছাপা কোনও সাদা-কালো ব্লাউজ। অথবা এক রঙের ব্লাউজে করিয়ে নিতে পারেন রঙিন সুতোর কাজ। সাদা-কালো থিমের সাজে ছুঁয়ে দিতে পারেন সামান্য লাল রংও। থাকতে পছন্দের সবুজ-হলুদ-গোলাপি। ধরে নিন, একটা সাদার উরে কালো দিয়ে ছাপা শাড়ির সঙ্গে আবির রঙা একটা ব্লাউজ পরে নিলেন। ব্যস, আর কিচ্ছু চাই না। দেখবেন এক্কেবারে বদলে যাবে একই শাড়িই রূপ।

আগে থেকে একটু ভেবে নিলে, একই সাদা-কালো শাড়ি কয়েক বার পরা যাবে। অথচ সাজটা প্রতি বারই দেখতে হবে এক্কেবারে নতুন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement