Wooden

Interior: বর্ষাকালে কাঠের আসবাবে ছত্রাক ধরছে? মুক্তি পাবেন কী করে

বর্ষায় কাঠের আসবাবের উপর ছত্রাকের প্রলেপ জন্মে যায়। একে অনেকে ‘ছাতা ধরা’ বলেন। এই সমস্যা থেকে কাঠের আসবাব বাঁচাতে হলে কয়েকটি কাজ করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৭:৪৮
Share:

বর্ষাকালে কাঠের আসবাবে ছত্রাক জন্মানো আটকাবেন কী করে? ছবি: সংগৃহীত

বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। বেড়ে যায় ছত্রাকের উপদ্রবও। কাঠের আসবাব এই সময় যত্নে রাখা দরকারি। কী করে এই মরশুমে আসবাবের যত্ন নেবেন, জেনে নিন।

বর্ষায় কাঠের আসবাবের উপর ছত্রাকের প্রলেপ জন্মে যায়। একে অনেকে ‘ছাতা ধরা’ বলেন। এই সমস্যা থেকে কাঠের আসবাব বাঁচাতে হলে কয়েকটি কাজ করতে হবে। দেখে নিন সেগুলি।

Advertisement

• দরজা বা জানালা থেকে আসবাব দূরে রাখুন। যেন বৃষ্টির জল বা জলের ফোঁটা এগুলিতে না এসে পড়ে।

• ছত্রাকের সমস্যা থেকে মুক্তি দিতে পারে বার্নিশ। কাঠের কাজ যাঁরা করেন, তাঁদের দিয়ে বছর দু’বার বা অন্তত একবার বার্নিশ করিয়ে নিন। বিশেষ করে বর্ষার আগে বার্নিশ করালে আসবাব ভাল থাকবে।

Advertisement

• কাঠের আসবাবটি কি মাটি ছুঁয়ে আছে? তা হলে সেখান থেকেও বাষ্প উপরে উঠে আসতে পারে। আসবাবের পায়াগুলির তলায় ধাতব কিছু রেখে দিতে পারেন।

ভিজে কাপড় দিয়ে কাঠের আসবাব পরিষ্কার করবেন না

• আসবাবের উপর বর্ষাকালে বেশি ধুলো জমতে দেবেন না। ধুলো বাতাসের জলীয়বাষ্প টেনে আনে।

• আসবাবের উপরের ধুলো পরিষ্কার করতে কখনও ভিজে কাপড় ব্যবহার করবেন না। তা হলে ছত্রাক জন্মানোর প্রবণতা বাড়বে।

• বর্ষাকালে কাঠের আসবাবের পাল্লা আঁটোসাঁটো হয়ে গেলে তেল দেবেন না। তাতেও কাঠের ক্ষতি হয়। এই ধরনের সমস্যা ঠেকাতে কিছু স্প্রে মোম পাওয়া যায়। সেগুলি ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement