Facebook New Feature

ফেসবুকে কিশোরদের সুরক্ষায় নয়া ব্যবস্থা, সম্মতি ছাড়া বার্তা পাঠানো যাবে না তাদের

ফেসবুক আর ইনস্টাগ্রামে যাতে কিশোর-কিশোরীদের অযথা হেনস্থার শিকার না হতে হয়, তাই মেটার তরফে ঘোষণা করা হয়েছে বিশেষ ‘প্রাইভেসি সেটিংস’-এর। কী কী বাড়তি সুবিধা পাবে তারা?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৯:৫৭
Share:

ফেসবুক আর ইনস্টাগ্রামের উপর যুব সম্প্রদায়ের ঝোঁক সবচেয়ে বেশি, তাই এই দুই প্ল্যাটফর্মেই তাঁদের উপর হেনস্থা হয় সবচেয়ে বেশি। ছবি: শাটারস্টক

দিন দিন অনলাইনে হাজার হাজার কিশোর-কিশোরী হেনস্থার শিকার হচ্ছে। ফেসবুক আর ইনস্টাগ্রামের উপর যুব সম্প্রদায়ের ঝোঁক সবচেয়ে বেশি। তাই এই দুই প্ল্যাটফর্মেই তাঁদের উপর হেনস্থা হয় সবচেয়ে বেশি। তাই তার সমাজমাধ্যমের প্ল্যাটফর্মগুলিকে নিরাপদ করতে, মেটা সম্প্রতি নিয়েছে এক বিশেষ উদ্যোগ। ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য নতুন গোপনীয়তা বৈশিষ্ট্য চালু করেছে, যা কিশোর-কিশোরীদের অনলাইন হেনস্থার হাত থেকে খানিকটা মুক্তি দিতে পারে।

Advertisement

ফেসবুক আর ইনস্টাগ্রামে যাতে কিশোর-কিশোরীদের অযথা হেনস্থার শিকার না হতে হয়, তাই মেটার তরফে ঘোষণা করা হয়েছে বিশেষ ‘প্রাইভেসি সেটিংস’-এর। এখন থেকে ১৬ বছরের কম বয়সি (বা নির্দিষ্ট কিছু দেশে ১৮ বছরের কম বয়সি) কোনও কিশোর বা কিশোরী যদি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে চায়, তা হলে অ্যাকাউন্টগুলি আপনা থেকেই কিছু অতিরিক্ত সেটিংস থাকবে।

সমাজমাধ্যমের প্ল্যাটফর্মগুলিকে নিরাপদ করতে, মেটা সম্প্রতি নিয়েছে এক বিশেষ উদ্যোগ।

কিশোর-কিশোরীদের ফেসবুকে কী কী নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে?

Advertisement

১) তাদের সম্মতি ছাড়া কেউ তাদের ‘ফ্রেন্ড লিস্ট’-এ কে কে আছে, তা জানা যাবে না।

২) ফেসবুকে তারা কাকে কাকে ‘ফলো’ করছে, তা-ও তাদের ইচ্ছা ছাড়া জানার উপায় থাকবে না।

৩) তাদের প্রোফাইলে অন্য কেউ কোনও ছবিতে ট্যাগ করলে তা-ও তাদের ইচ্ছা ছাড়া দেখা যাবে না।

৪) তাদের পোস্টে যে কেউ কমেন্ট করতে পারবে না। ‘ফ্রেন্ড লিস্ট’-এ থাকলেও নয়!

৫) তাদের অ্যাকাউন্ট থেকে ‘মেসেজ’ বাটনটিও উড়িয়ে দেওয়া হবে, যাতে কোনও অজানা ব্যক্তি তাদের মেসেজ পাঠাতে না পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement