Bizarre

মহিলা হয়ে যাও, বিয়ে করব! প্রেমিকের মিথ্যে প্রতিশ্রুতিতে লিঙ্গ বদলে বিপাকে রূপান্তরিত মহিলা

প্রেমিক বলেছিলেন, লিঙ্গ বদলে ফেললেই বিয়ে করবেন। অস্ত্রোপচার করানোর পর সম্পর্কই রাখতে চাইলেন না সেই যুবক। শেষমেশ থানায় গেলেন রূপান্তরিত মহিলা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৫
Share:

—প্রতীকী ছবি।

মহিলা হয়ে গেলেই বিয়ে করব, প্রেমিকের মিথ্যে প্রতিশ্রুতি মেনে নিয়ে বিপাকে পড়লেন রূপান্তরিত মহিলা। প্রাক্তন সঙ্গীর বিরুদ্ধে বিয়ের স্বপ্ন দেখিয়ে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করাতে বাধ্য করা এবং তার পরে সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য মামলা দায়ের করেছেন মধ্যপ্রদেশের ইনদওরের এক রূপান্তরিত মহিলা। অভিযোগকারিণী মহিলা আগে এক জন পুরুষ ছিলেন।

Advertisement

২০২১ সালে একটি ডেটিং অ্যাপে তাঁর আলাপ হয় এক যুবকের সঙ্গে। শুরু হয় প্রেমপর্ব। সেই যুবক তাঁকে জানান, লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করে নিলেই তিনি ওই মহিলাকে বিয়ে করবেন। রূপান্তরকারী মহিলা বলেন, ‘‘ডেটিং অ্যাপে ওর সঙ্গে আমার আলাপ হয়। পরে বৃন্দাবনে আমরা দেখা করি। ও বলে ও আমাকে ভালবাসে। আমায় মেয়ের মতো দেখতে, আমার লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করানো উচিত।’’

সঙ্গীর কথায় ২০২২ সালে জুলাই মাসে লিঙ্গ পরিবর্তনের জন্য একটি অস্ত্রোপচার করান। তবে তার পরেই সেই যুবক তাঁর সঙ্গে সব রকম সম্পর্কে ইতি টানে। যুবক মহিলাকে জানান যে হেতু তিনি এক জন নীচু জাতের মহিলা এবং তিনি কখনওই সন্তানধারণ করতে পারবেন না, তাই তাঁকে বিয়ে করা যুবকের পক্ষে সম্ভব নয়। মহিলা বলেন, ‘‘ওর জন্য আমি এত যন্ত্রণা সহ্য করে আমার শরীর আর রূপে বদল আনলাম আর ও আমায় ছেড়ে দিল! আমি কখনওই ওকে ক্ষমা করতে পারব না। আমার বাবা-মার সঙ্গেও ও দেখা করে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নিজের বাবা-মাকে ও কিছুই জানায়নি।’’

Advertisement

পুলিশের কাছে ওই মহিলা তাঁর জীবন নিয়ে খেলা করার জন্য তাঁর প্রাক্তনের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ওই যুবকের বিরুদ্ধে ৩৭৭ ধারায় মামলা দায়ের করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement