IPL 2025

সূর্যকুমার ৯, পন্থ ৮, আইপিএলের ৯ ক্রিকেটারকে নম্বর দিলেন ক্রিস গেল, কে কত পেলেন?

এক সময় দাপিয়ে আইপিএলে খেলেছেন। এখন অবসরে। তবে আইপিএল দুনিয়া থেকে দূরে নেই ক্রিস গেল। আইপিএলের প্রথম কয়েক রাউন্ডের খেলা হওয়ার পর বিভিন্ন ক্রিকেটারকে নম্বর দিলেন গেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৯:২৪
Share:
(বাঁ দিক থেকে) সূর্যকুমার যাদব, ক্রিস গেল এবং ঋষভ পন্থ।

(বাঁ দিক থেকে) সূর্যকুমার যাদব, ক্রিস গেল এবং ঋষভ পন্থ। — ফাইল চিত্র।

এক সময় দাপিয়ে আইপিএলে খেলেছেন। এখন অবসরে। তবে আইপিএল দুনিয়া থেকে দূরে নেই ক্রিস গেল। আইপিএলের প্রথম কয়েক রাউন্ডের খেলা হওয়ার পর বিভিন্ন ক্রিকেটারকে নম্বর দিলেন গেল।

Advertisement

এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে মোট ৯ জনকে নম্বর দিয়েছেন গেল। ১০-এর মধ্যে ১০ কোনও ক্রিকেটারই পাননি। তবে ৯ পেয়েছেন তিন জন। এঁরা হলেন যশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং সূর্যকুমার যাদব। গেল জানিয়েছেন, যশস্বীর খেলা তাঁর ভাল লাগে। কারণ তিনি নিজেও আগ্রাসী ক্রিকেটার ছিলেন।

শুভমনকে পুরো নম্বর দিতে চাননি। তবে অসাধারণ প্রতিভা মুগ্ধ করেছে গেলকে। তাঁর মতে, শুভমন ভারতীয় ক্রিকেটের আগামী দিনের তারকা। সূর্যকুমারের ৩৬০ ডিগ্রি শটের ভক্ত গেল। তাই তাঁকেও ৯ নম্বর দিয়েছেন।

Advertisement

অভিষেক শর্মাকেও অসাধারণ প্রতিভা হিসাবে বর্ণনা করেছেন গেল। তাঁর মতে, আগামী দিনে অনেক দূর যাবেন অভিষেক। তবে ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাঁকে। তাঁকে ৮ নম্বর দিয়েছেন গেল। একই নম্বর পেয়েছেন কেএল রাহুল। তবে গেলের মতে, ঘন ঘন ব্যাটিং অর্ডারে উপর-নীচ করায় ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে রাহুলের খেলায়।

একই ভাবে গেল মুগ্ধ শ্রেয়স আয়ারে। পঞ্জাবের অধিনায়ক আইপিএলে ভাল খেলছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তিনিও ৮ নম্বর পেয়েছেন। বোলারদের শাসন করা আর এক ব্যাটার ঋষভ পন্থকেও ৮ নম্বর দিয়েছেন গেল।

গেলের তালিকায় সবচেয়ে কম, ৭ নম্বর পেয়েছেন দু’জন ক্রিকেটার। রুতুরাজ গায়কোয়াড় এবং হার্দিক পাণ্ড্য। রুতুরাজের অধিনায়কত্ব না হলেও ব্যাটিং ভাল লাগে গেলের। তবে হার্দিকের সম্পর্কে মন্তব্য করতে চাননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement