আইফোন বিক্রি প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে ভারতে। ছবি- সংগৃহীত
২০২২ সালের এপ্রিল থেকে জুন মাসে রেকর্ড আয় হয়েছে ‘অ্যাপেল’-এর। ৮,৩০০ কোটি ডলার লাভ করেছে সংস্থা। আর এই রেকর্ড ব্যবসার পিছনে অনেকটাই অবদান রয়েছে ভারতের। সম্প্রতি এমনই জানালেন সংস্থার শীর্ষ কর্তা টিম কুক।
সংস্থার তরফে জানানো হয়েছে, করোনা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে জর্জরিত এই সময়ও আইফোন বিক্রি প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে ভারতে। আর সে কারণেই এমন লাভ সম্ভব হয়েছে।
টিম কুক। ছবি- সংগৃহীত
গত বছর থেকেই অ্যাপেল-কর্তারা লক্ষ করছেন, এ দেশে আইফোনের বিক্রি বাড়ছে। ভারতে জনসংখ্যা বেশি। তাই এ ধরনের দেশে লাভ বাড়ানোর দিকে মনও দেয় বিভিন্ন বড় সংস্থা।
সাধারণত ভারতীয় ক্রেতাদের জন্য আইফোন বেশ দামি বলেই ধরা হয়ে থাকে। কিন্তু গত বছর নভেম্বরের শেষে দেখা যায়, যে সব বিদেশি দ্রব্যের বিক্রি লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ দেশে, সেই তালিকার উপরের দিকে রয়েছে আইফোন। তার ফলই মিলল এ বছর।
এ দেশে মোবাইল ফোনের বিক্রি সার্বিক ভাবেই দিন দিন বাড়ছে। তার উপর আইফোন ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। সংস্থার সমীক্ষা বলছে, আইফোন ১২-র চাহিদা এ দেশে সবচেয়ে বেশি। লাভের ৪১ শতাংশ এসেছে সেই মডেল থেকে। এর পর জনপ্রিয় হল আইফোন ১৩। সেখান থেকে ৩২ শতাংশ এসেছে। আর আইফোন ১১ থেকে ১৭ শতাংশ লাভ এসেছে।