ছবি: প্রতীকী
একসঙ্গে থাকতে গেলে একটু আধটু ঝামেলা হয়েই থাকে। এই নীতিতেই বিশ্বাস করে নতুন প্রজন্ম। সম্প্রতি ইউনিসেফের একটি সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, অধিকাংশ ভারতীয় ছেলে মেয়েই মনে করে, স্ত্রীর গায়ে হাত তোলা এমন কোনও অপরাধ নয়। তবে চিন্তার বিষয় হল শুধু ছেলেরা নয়, এই মত বেশির ভাগ মেয়েদেরও।
ইউনিসেফের ‘গ্লোবাল রিপোর্ট কার্ড অন অ্যাডলোসেন্ট ২০১২’ অনুযায়ী, তরুণ প্রজন্মের ছেলেদের মধ্যে ৫৭ শতাংশই মনে করে স্বামী হিসেবে স্ত্রীর গায়ে হাত তোলা অপরাধ নয়। যে বিষয়টি আরও চিন্তার তা হল, ১৫ থেকে ১৯ বছর বয়সি মেয়েদের মধ্যে প্রায় ৫৩ শতাংশই মনে করে স্ত্রীকে পোটানোর অধিকার যদি কারও থাকে, তা হল স্বামীর।
তবে এই পরিসংখ্যান শুধু ভারতীয় তরুণ প্রজন্মের নয়। ভারতের প্রতিবেশী দুটি দেশ শ্রীলঙ্কা এবং বাংলাদেশের চিত্রটাও প্রায় একই রকম। বাংলাদেশে প্রায় ৪১ শতাংশ এবং শ্রীলঙ্কাতে ৫৪ শতাংশ ছেলেমেয়েরা মনে করে স্ত্রীর গায়ে হাত তোলা যুক্তিযুক্ত। এতে কোনও ভুল নেই।
রিপোর্টে বলা হয়েছে, দিনের পর দিন মেয়েদের এই মুখ বুজে সব কিছু সহ্য করার চিরাচরিত কাহিনি, গার্হস্থ্য হিংসাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে।