১৫ ডিসেম্বর মেলার উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, সুজিত বসু। ছবি: সংগৃহীত।
কলকাতায় সম্প্রতি হয়ে গেল ভারতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ইন্ডিয়া ইন্টারন্যাশানাল মেগা ট্রেড ফেয়ার বা আইআইএমটিএফ)। সায়েন্স সিটির মাঠে ১৮ দিনের এই মেলার উদ্বোধন হয়েছিল গত ১৫ ডিসেম্বর। আইআইএমটিএফ–কে পূর্ব ভারতের বৃহত্তম বাণিজ্য মেলা বলা যায়। দেশের মধ্যে তার স্থান দ্বিতীয়। ২ জানুয়ারি শেষ হয়েছে মেলা। এটি আইআইএমটিএফ-এর ২২তম অধিবেশন। উদ্যোক্তারা জানিয়েছেন, বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য হল কলকাতাকে শিল্প ও বাণিজ্যের পীঠস্থান হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরা। খুচরো ব্যবসার ক্ষেত্রেও কলকাতার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি করতে চান বাণিজ্য মেলার উদ্যোক্তারা।
বাণিজ্য মেলা উপলক্ষে সায়েন্স সিটিতে প্রায় ৫০০ টিরও বেশি স্টলে কেনাবেচা হয়েছে। খাবার থেকে শুরু করে পোশাক, আসবাবপত্র, বৈদ্যুতিন যন্ত্রপাতি, সাজগোজ এবং স্বাস্থ্য সুরক্ষার রকমারি জিনিসপত্র বিক্রি হয়েছে সেই সব স্টলে। বাণিজ্য মেলায় অংশ নিয়েছে আফগানিস্তান, তুরস্ক, মিশর, ভুটান, দুবাই, আমেরিকা, নেপাল, ঘানার মতো মোট ১৭টি দেশ। সঙ্গে রয়েছে রাজস্থান, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কর্নাটকের মতো ভারতের ২২টি অঙ্গরাজ্য। এ ছাড়াও, কেন্দ্র সরকারের বেশ কয়েকটি বিভাগ (যেমন- বস্ত্র, তাঁত এবং পাট) বাণিজ্য মেলায় অংশ নিয়েছে।
এটি আইআইএমটিএফ-এর ২২তম অধিবেশন।
১৫ ডিসেম্বর মেলার উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, সুজিত বসু। ছিলেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস।
ReplyForward