পুজোর সময়ে শাড়িতেই দেখা যায় কাজলকে।
অন্য সময়ে তাঁর সাজ একেবারেই আলাদা। কিন্তু দুর্গাপুজোর সময়ে অভিনেত্রী কাজল আর পাঁচ জন বাঙালি মহিলার মতো শাড়ি, সোনার গয়নার সাজে মেতে ওঠেন। যেন সারা বছর ধরে ভেবে রাখেন, এই সময়ে কবে কী ভাবে সাজবেন তিনি।
কাজলের সাজ দেখে বহু বঙ্গ নারীই মুগ্ধ হন। কিন্তু কী এমন করেন কাজল, যাতে একেবারে বদলে যায় তাঁর চেহারা? সাজেই ফুটে ওঠে উৎসবের মেজাজ। অভিনেত্রীর পুজোর রূপটান থেকে কয়েকটি জিনিস শিখে নেওয়া যাক।
সাজে যত্ন থাকে তাঁর।
১) মেকআপের বেস যেন হয় খুবই ভাল মানের। তাতেই অনেকটা কাজ হয়ে যাবে।
২) বেস মেকআপ ভাল করার জন্য খুব যত্ন নিয়ে তা ত্বকের সঙ্গে মিলিয়ে নিতে হবে।
৩) গলার রঙের সঙ্গে মিলিয়ে লাগাতে হবে ফাউন্ডেশন।
৪) ত্বকে নানা ধরনের দাগ থাকেই। প্রয়োজন বুঝে ঠিক জায়গায় কন্সিলার ব্যবহার করুন।
কাজলের পুজোর সাজ।
৫) দুর্গাপুজোয় মোটা করে কাজল পরলে বেশ দেখায়। তা ভালই জানেন কাজল।
৬) আইশ্যাডো এ সময়ে লাল ঘেঁষা হলে দিব্যি দেখাবে।
৭) রূপটানের যত্নে ভাল ভাবে পাউডার ব্যবহার করুন।
৮) বড়সড় একটি টিপ পরলেও বেশ দেখায়।
কাজলের সাজ দেখিয়ে দেয়, বছরের এই সময়টিতে সহজেই নিজের চেহারায় ফুটিয়ে তোলা যায় উৎসবের আনন্দ।