Sunglasses

Eye Care: নিম্নমানের কালো চশমা পরছেন? ক্যানসারও হতে পারে এর ফলে

নিম্নমানের কাচ যে কালো চশমায় ব্যবহৃত হয়, সেগুলি চোখের পক্ষে খুবই ক্ষতিকারক। কী কী হতে পারে এর ফলে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ১৯:৩২
Share:

নিম্নমানের কালো চশমা কি চোখের ক্ষতি করে? ছবি: সংগৃহীত

প্রতি বছরই নতুন নতুন কায়দার কালো চশমা বাজারে আসে। সকলের পক্ষে সেই সব চশমার গুণমান বিচার করে কেনা সম্ভব নয়। কারণ নামী সংস্থার কালো চশমার দামও বেশি হয়। অনেকেই নতুন কায়দার কালো চশমা কিনতে গিয়ে গুণমানের দিকে নজর দেন না। বিশেষ করে কেমন মানের কাচ ব্যবহার করা হচ্ছে, সে দিকে খেয়াল রাখেন না। ফ্রেমের গড়ন দেখেই কিনে নেন চশমা।

নিম্নমানের কাচ যে কালো চশমায় ব্যবহৃত হয়, সেগুলি চোখের পক্ষে খুবই ক্ষতিকারক। কী কী হতে পারে এর ফলে?

Advertisement

• নিম্নমানের কালো চশমায় কাচের বদলে প্লাস্টিক ব্যবহার করা হয়। টানা বহু দিন এই চশমা পরলে চোখে ছানি পড়তে পারে।

• কর্নিয়া শুকিয়ে যাওয়ার সমস্যায় অনেকে ভোগেন। এই সমস্যা বাড়িয়ে দিতে পারে কম দামের কালো চশমা।

Advertisement

• চোখের পাওয়ার বদলে যেতে পারে এই ধরনের কালো চশমা পরলে। চোখের লেন্সের নানা ধরনের সমস্যাও হতে পারে এগুলির কারণে।

• দৃষ্টিশক্তি কমতে পারে এর ফলে।

• তবে নিম্নমানের চশমা পরলে, এর চেয়েও বড় ক্ষতি হতে পারে। হালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষকের করা একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে, যে সব কালো চশমায় নিম্নমানের কাচ বা প্লাস্টিক ব্যবহার করা হয়, সেগুলি চোখের পাতার ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement