২০২৪-এর ট্রিপ পরিকল্পনা করার আগে ছুটির তালিকায় নজর দিন। গ্রাফিক: সনৎ সিংহ।
সংসার, ছেলেমেয়ের পড়াশোনার উপরে নজরদারি, অফিসের কর্মব্যস্ততা— সব কিছু সামলিয়ে নিজের জন্য সময় বার করার অবকাশ কোথায়? এ সবের মাঝে অনেকেই ঘিরে ধরছে অবসাদ। অবসাদ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভাল পথ হল ভ্রমণ। মাঝেমাঝে ভ্রমণ করলে মন-মেজাজ ভাল থাকে, শরীরও চাঙ্গা হয়। বন্ধুবান্ধবদের সঙ্গে হোক কিংবা পরিবারকে নিয়ে, নির্দিষ্ট সময় অন্তর একটা পিঠে ঝোলা নিয়ে বেরিয়ে পড়া কিন্তু ভীষণ জরুরি। তবে ইচ্ছে করলেই তো আর বেড়াতে যাওয়ার সুযোগ মেলে না! লম্বা ছুটি চাইলেই তো বসের ভ্রুকুটির মুখোমুখি হতে হয়। তবে একটু বুদ্ধি খরচ করলেই কিন্তু উপায় বেরিয়ে আসতে পারে। ২০২৪-এ অল্প কয়েক দিন ছুটি নিয়েই কী ভাবে বেশ কয়েকটি ছোট ছোট ভ্রমণ সেরে ফেলতে পারবেন, রইল হদিস।
জানুয়ারি ২০২৪
১) ২৬ জানুয়ারি (শুক্রবার) প্রজাতন্ত্র দিবস, ২৭ জানুয়ারি (শনিবার), ২৮ জানুয়ারি (রবিবার)। ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) কিংবা ২৯ জানুয়ারি (সোমবার) যে কোনও এক দিন ছুটি নিয়ে নিলেই বছরের প্রথম মাসের শেষে চার দিনের জন্য কোথাও ঘুরে আসতে পারেন।
মার্চ ২০২৪
১) ৮ মার্চ (শুক্রবার) শিবরাত্রি, ৯ মার্চ (শনিবার), ১০ মার্চ (রবিবার)। ৭ মার্চ (বৃহস্পতিবার) কিংবা ১১ মার্চ (সোমবার) যে কোনও এক দিন ছুটি নিয়ে নিলেই কিন্তু একটা লম্বা ছুটি পেয়ে যাবেন।
২) ২৩ মার্চ (শনিবার), ২৪ মার্চ (রবিবার), ২৫ মার্চ সোমবার দোল। ২২ মার্চ (শুক্রবার) ও ২৬ মার্চ (সোমবার) ছুটি নিয়ে নিলেই ৫ দিনের লম্বা ছুটি পেয়ে যাবেন।
৩) ২৯ মার্চ (শুক্রবার) গুড ফ্রাইডে, ৩০ মার্চ (শনিবার), ৩১ মার্চ (রবিবার) ইস্টার। ২৮ মার্চ (বৃহস্পতিবার) একটা ছুটি নিলেই মাসের শেষে ৪ দিনের ছুটি পেয়ে যাবেন।
মে ২০২৪
১) ২৩ মে (বৃহস্পতিবার) বুদ্ধ পূর্ণিমা, ২৫ মে (শনিবার), ২৬ মে (রবিবার)। মাঝে একটা দিন ২৪ মে (শুক্রবার) ছুটি নিয়ে নিলেই চার দিনে কাছেপিঠে কোথাও ঘুরে আসতে পারেন।
জুন ২০২৪
১) ১৫ জুন (শনিবার), ১৬ জুন (রবিবার), ১৭ জুন সোমবার (বখরি ইদ)। ১৮ জুন (মঙ্গলবার) একটি ছুটি নিয়ে নিলেই চার দিনের জন্য বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে কোথাও থেকে ঘুরে আসতে পারেন।
আগস্ট ২০২৪
১) ১৫ অগস্ট (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস, ১৭ অগস্ট (শনিবার) ১৮ অগস্ট (রবিবার), ১৯ অগস্ট (সোমবার) রাখিবন্ধন। ১৬ অগস্ট (শুক্রবার) একটা ছুটি নিয়ে নিলেই পাঁচ দিনের লম্বা ছুটি পেয়ে যাবেন।
২) ২৪ অগস্ট (শনিবার), ২৫ অগস্ট (রবিবার), ২৬ অগস্ট (সোমবার) জন্মাষ্টমী। ২৭ অগস্ট (মঙ্গলবার) কিংবা ২৩ অগস্ট (শুক্রবার) ছুটি নিয়ে নিলেই চার দিনের বেড়ানোর পরিকল্পনা করে ফেলতে পারেন।
সেপ্টেম্বর ২০২৪
১) ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ৭ সেপ্টেম্বর (শনিবার) গণেশ চতুর্থী, ৮ সেপ্টেম্বর (রবিবার)। মাঝে ৬ সেপ্টেম্বর (শুক্রবার) ছুটি নিয়ে চার দিন কোথাও ঘুরে আসতেই পারেন।
২) ১৪ সেপ্টেম্বর (শনিবার), ১৫ সেপ্টেম্বর (রবিবার), ১৬ সেপ্টেম্বর (ইদ মিলাদ উন নবি)। ১৩ সেপ্টম্বর (শুক্রবার) কিংবা ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ছুটি নিয়ে নিলেই লম্বা ৪ দিনের ছুটি পেয়ে যাবেন।
অক্টোবর ২০২৪
১) ১২ অক্টোবর (শনিবার) দশমী, ১৩ অক্টোবর (রবিবার)। দুর্গাপুজোয় বাকি দিনগুলিতে ছুটি না থাকলেও ১১ অক্টোবর (শুক্রবার) বা ১৪ অক্টোবর (সোমবার) দু’টি ছুটি নিয়ে নিলে অন্তত তিন দিন ছুটি পেয়ে যাবেন। পুজোয় ছুটি না থাকার দুঃখ কিছুটা হলেও কমবে।
নভেম্বর ২০২৪
১) ১ নভেম্বর (শুক্রবার) দীপাবলি, ২ নভেম্বর (শনিবার), ৩ নভেম্বর (রবিবার)। ৪ নভেম্বর (সোমবার) একটা ছুটি নিয়ে নিলেই ৪ দিন ঘুরে আসতে পারেন কাছেপিঠে।
২) ১৫ নভেম্বর (শুক্রবার) গুরু নানক জয়ন্তী, ১৬ নভেম্বর (শনিবার) ১৭ নভেম্বর (রবিবার)। ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) কিংবা ১৮ নভেম্বর (সোমবার) একটা ছুটি নিয়ে নিলেই ৪ দিনে লম্বা ছুটি পেয়ে যাবেন।