Aadhaar

Aadhaar Card: আধারের ঠিকানা বদল হবে মোবাইল ফোনেই, মাত্র ২৫ টাকায় নতুন করে দেওয়া যাবে ছবি

ঠিকানার মতো বাড়িতে বসেই ছবি বদল করা যাবে না। এর জন্য যেতে হবে আধার সেবা কেন্দ্রে। সেই সঙ্গে খরচও রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৬:২১
Share:

আধার কার্ডের ঠিকানা বদল খুবই সহজ। ফাইল চিত্র

আধার কার্ডে ঠিকানা বদলের জন্য এখন আর ছোটাছুটির দরকার নেই। খুব সহজেই তা করে নেওয়া যায়। এতটাই সহজ যে কেউ চাইলে নিজের মোবাইল ফোন থেকে সেটা করে নিতে পারেন। তবে ছবি বদল বাড়ি বসে করা যাবে না। এর জন্য কোনও আধার কেন্দ্রে যেতেই হবে। ছবি বদলানোর জন্য খরচ পড়বে ২৫ টাকা। মোবাইল ফোন থেকে ঠিকানা বদলের পাশাপাশি প্যান নম্বর যুক্ত করাও সম্ভব।

Advertisement

কী ভাবে মোবাইল ফোন থেকে ঠিকানা বদলানো যায়—

১। প্রথমে https://uidai.gov.in পোর্টালে যেতে হবে।

Advertisement

২। ওয়েবসাইটের বাঁ দিকের উপরে ড্রপ ডাউন মেনুতে গিয়ে ‘মাই আধার’-এ ক্লিক করতে হবে।

৩। পরের পাতায় ‘আপডেট ডেমোগ্রাফিক্স ডেটা অনলাইন’ অপশনে গিয়ে ‘আপডেট আধার সেকশন’ খুঁজে তাতে ক্লিক করতে হবে।

৪। এর পরে ‘প্রসিড টু আপডেট আধার’ লিঙ্ক দেখাবে। তাতে ক্লিক করতে হবে।

৫। এ বার কিছু তথ্য চাইবে ওয়েবসাইট। সেগুলি পূরণ করতে হবে।

৬। এ বার আধার নম্বর দিয়ে ক্যাপচা ভেরিফিকেশন করাতে হবে। এর পরে ওটিপি আসবে।

৭। ওটিপি ভেরিফিকেশনের পরে ‘ডেমোগ্রাফিক ডেটা’ অপশন সিলেক্ট করতে হবে।

৮। এর পরের পাতায় হবে ঠিকানা বদল। নির্দিষ্ট জায়গায় সঠিক ঠিকানা লিখে প্রসিড বাটনে ক্লিক করতে হবে।

৯। নতুন ঠিকানার প্রমাণ পত্রের কালার কপি আপডেট করতে হবে স্ক্যান করে।

১০। একেবারে শেষে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

ছবি বদলানো যায় কী ভাবে—

১। আধারের ওয়েবসাইট থেকে আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করতে হবে।

২। ফর্ম পূরণ করে কাছাকাছি কোনও আধার সেবা কেন্দ্রে গিয়ে জমা দিতে হবে।

৩। ওই কেন্দ্রে থাকা কর্মী ফর্মের যাবতীয় তথ্য বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে মিলিয়ে নেবেন।

৪। নতুন করে ছবি তোলা হবে। এর জন্য দিতে হবে ২৫ টাকা। সঙ্গে জিএসটি।

৫। আধার রিকোয়েস্ট নাম্বার (ইউআরএন)-সহ স্লিপ দেওয়া হবে আধার সেবা কেন্দ্র থেকে।

৬। ইউআরএন দিয়ে পরে আধার ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে ছবি বদল হয়েছে কি না। হয়ে গেলে আধার কার্ড ডাউনলোড করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement