নতুন পদ্ধতিতে করোনা পরীক্ষা। ফাইল চিত্র
আগামী সপ্তাহেই বাজারে আসতে চলেছে ‘কোভিসেল্ফ টিএম প্যাথোক্যাচ’ নামের ওই র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং (র্যাট) কিট। মহারাষ্ট্রের পুণের সংস্থা মাই ল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেডের তৈরি নয়া কিটের সাহায্যে মাত্র ২ মিনিটে ঘরে বসেই নাকি করা যাবে কোভিড পরীক্ষা।
কী করে ব্যবহার করবেন এই কিট? কী থাকছে গোটা কিটে? এক নজরে জেনে নিন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ