Castor oil for hair

চুল পড়া বন্ধ করতে নারকেল তেল বা অলিভ অয়েল নয়, মাখতে হবে একটি বিশেষ তেল, পদ্ধতি শিখে নিন

রুক্ষ চুল নরম ও মসৃণ করার জন্য নারকেল তেলের জুড়ি মেলা ভার। তবে চুল পড়া বন্ধ করতে ও চুলের ঘনত্ব বাড়াতে চাইলে, তার জন্য ব্যবহার করতে হবে ক্যাস্টর অয়েল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১২:৫১
Share:
How to use Castor oil for hair growth and volume

চুলের জন্য কেন ভাল ক্যাস্টর অয়েল, কী ভাবে মাখলে উপকার হবে? ছবি: ফ্রিপিক।

মাথা আঁচড়ালেই গোছা গোছা চুল উঠছে। শ্যাম্পু করার সময়ে তো কথাই নেই। মনে হবে, মাথার সব চুলই বুঝি উঠে গেল। রাস্তায় বেরোলে চুল আঠালো হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। ধুলো,ধোঁয়া, দূষণে চুলের বারোটা বাজছে। যাঁদের রোজ বাইরে বেরোতে হয়, তাঁরা বিলক্ষণ জানেন এই সমস্যাটা। শ্যাম্পু করার পরদিনই চুলে সেই চিটচিটে ভাব। রোজ শ্যাম্পু না করলে চুল আঁচড়ানোই যায় না। আবার প্রতি দিন শ্যাম্পু করা মানে চুল রুক্ষ হয়ে উঠবে। এই সমস্যা থেকে বাঁচতে অনেকেই শুধু নারকেল তেল বা অলিভ অয়েল মাখেন চুলে। তাতেও যে লাভ খুব একটা হয়, তা নয়। তা হলে উপায়?

Advertisement

রুক্ষ চুল নরম ও মসৃণ করার জন্য নারকেল তেলের জুড়ি মেলা ভার। তবে চুল পড়া বন্ধ করতে ও চুলের ঘনত্ব বাড়াতে চাইলে তার জন্য ব্যবহার করতে হবে ক্যাস্টর অয়েল।

চুলের জন্য কেন ভাল ক্যাস্টর অয়েল?

Advertisement

‘জার্নাল অফ কসমেটিক ডার্মাটোলজি’-তে প্রকাশিত গবেষণাপত্র অনুসারে, ক্যাস্টর অয়েলে ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড রয়েছে যা চুল ও মাথার ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে পারে। এই তেলে থাকা রাইসিনোলেয়িক অ্যাসিড চুল নরম ও মসৃণ রাখতে সাহায্য করবে।

ক্যাস্টর অয়েল প্রদাহনাশক। এই তেল মাখলে মাথার ত্বকের প্রদাহ কমবে, ফলে র‌্যাশ, ব্রণের সমস্যা হবে না। মাথার ত্বকের পিএইচের ভারসাম্যও বজায় থাকবে।

ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন ই, যা চুল পড়ার সমস্যা দূর করতে পারে।

কী ভাবে ব্যবহার করবেন?

ক্যাস্টর অয়েল খুব ঘন। তাই কী ভাবে এই তেল ব্যবহার করতে হবে, তা অনেকেই বুঝতে পারেন না। চুলের ঘনত্ব যদি খুব কম হয়, তা হলে তেল অল্প পরিমাণে মাখতে হবে। সে ক্ষেত্রে ২:১ এই অনুপাতে ক্যাস্টর অয়েল এবং নারকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। আবার কারও চুল খুব পাতলা এবং মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে নারকেল তেল এবং ক্যাস্টর অয়েলের অনুপাত হবে ২:১।

কোঁকড়ানো চুলের ক্ষেত্রে ক্যাস্টর অয়েল ও নারকেল তেল বা অলিভ অয়েলের অনুপাত হতে হবে ১:১।

ক্যাস্টর অয়েল মাস্ক

১ থেকে ২ চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ১ চামচ নারকেল তেল ও ১ চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ধীরে ধীরে চুলে ও মাথার ত্বকে মালিশ করতে হবে। তার পর ৩০ মিনিটের মতো অপেক্ষা করে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

এসেনশিয়াল অয়েলের সঙ্গে

এক চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ৩-৪ ফোঁটা রোজ়মেরি বা পেপারমিন্ট অয়েল মিশিয়ে নিন। এই তেল মাথায় মেখে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টার মতো রেখে চুল ধুয়ে নিতে হবে।

ক্যাস্টর অয়েল ও অ্যালো ভেরা

১ চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ২ চা-চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে ভাল করে মাথায় মালিশ করুন। ৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement