money

Parenting: সঞ্চয় করতে শেখাবেন শিশুকে? কয়েকটি সহজ উপায় আছে

কী ভাবে ছোট থেকে সন্তানকে সঞ্চয় করতে শেখাবেন? সবেরই প্রশিক্ষণ প্রয়োজন। তবে টাকা-পয়সা সামলানোর ক্ষেত্রে এগোতে হবে ধাপে ধাপে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৯
Share:

প্রতীকী ছবি।

ছোটদের টাকা-পয়সা নিয়ে ভাবতে শেখানোর চল আগে বাঙালি বাড়িতে বিশেষ ছিল না। বরং শিশুদের এ সব থেকে দূরে রাখতেই বলা হত। কিন্তু অর্থ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিবেচনা করে ব্যবহার করতে হয়। আয়-ব্যয়ের বিষয়ে যদি কম বয়স থেকেই একটু করে সচেতনতা তৈরি হয়, তবে পরবর্তীকালে কম সমস্যা হবে।

Advertisement

তা ছাড়া, আগে বাড়িতে বড়রাই সংসারের ঝক্কি সামলাতেন। শিশুদের বিশেষ মাথা ঘামাতে হত না। এখন যৌথ পরিবার প্রায় কোথাও নেই। বাবা-মা-সন্তানের ছোট সংসার। কখনও বা আরও ছোট। হয় বাবা, নয় মায়ের সঙ্গে থাকে শিশু। সে ক্ষেত্রে বাড়ির অনেক দায়িত্বই ছোটবেলা থেকে নিতে হয়। তবে সবেরই প্রশিক্ষণ প্রয়োজন। টাকা-পয়সা সামলানোর ক্ষেত্রেও এগোতে হবে ধাপে ধাপে।

প্রতীকী ছবি।

কী ভাবে ছোট থেকে সন্তানকে সঞ্চয় করতে শেখাবেন?

Advertisement

১) সামান্য অর্থ সামলে রাখতেও দায়িত্ববোধ প্রয়োজন। ফলে ছোট থেকেই অল্প করে টাকার দায়িত্ব দিন সন্তানকে।

২) সে টাকা ভেবে-চিন্তে খরচ করা দরকার কেন, তা বোঝান।

৩) ছ’-সাত বছর বয়স থেকেই অল্প করে হাত খরচ দিন শিশুকে। তাতে বুদ্ধি খরচ করে অর্থ ব্যয় করতে শিখবে সে।

৪) একটি টাকা জমানোর কৌটো কিনে দিন। তাতে কিছু টাকা রাখতে ইচ্ছা করবেই।

৫) বাড়িতে যে সব জিনিসপত্র দিয়ে যাচ্ছে, মাঝেমধ্যে সেই বিলের টাকা শিশুর কাছে রাখুন। খরচের পরিমাণ বুঝতে শিখবে সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement