Tips to Take Care of Tulsi Plant

গ্রীষ্মের দাপটে শুকিয়ে যাচ্ছে তুলসীগাছ? ৬টি টোটকায় সমস্যা সমাধান করুন সহজেই

এখন থেকেই সাবধানতা অবলম্বন না করলে তুলসি গাছ রক্ষা করতে পারবেন না এই গ্রীষ্মে। পাতা শুকিয়ে মরে যাওয়ার আগে গাছটিকে বাঁচানোর জন্য কয়েকটি উপায় জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৭:৪২
Share:
How to take care of Tulsi plant at home during summer

গরমে তুলসীগাছ রক্ষা করার উপায় জেনে নিন। ছবি: সংগৃহীত।

অতিরিক্ত গরমে এবং রোদের তাপে শুকিয়ে যাচ্ছে তুলসীগাছ? আগামী দিনে আরও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন থেকেই সাবধানতা অবলম্বন না করলে তুলসীগাছ রক্ষা করতে পারবেন না গ্রীষ্মে। পাতা শুকিয়ে মরে যাওয়ার আগে গাছটিকে বাঁচানোর জন্য কয়েকটি উপায় জেনে নিন।

Advertisement

গরমে তুলসীগাছ রক্ষা করার উপায়

আলো, কিন্তু সরাসরি তাপ নয়

Advertisement

গাছ বাঁচাতে সূর্যালোকের প্রয়োজন রয়েছে ঠিকই, কিন্তু দুপুরের প্রচণ্ড রোদের সময় (১১টা থেকে ৩টের মধ্যে) গাছটিকে ছায়ায় রাখাই ভাল। সম্ভব হলে গাছের উপর পাতলা জাল বা নেট টাঙিয়ে দিতে পারেন।

পর্যাপ্ত পরিমাণে জল

How to take care of Tulsi plant at home during summer

খুব গরম পড়লে সকালে এবং বিকেলে, দু’বার মনে করে জল দিতে হবে। ছবি: সংগৃহীত।

গরমে তুলসীগাছ তাড়াতাড়ি শুকিয়ে যায়। উত্তপ্ত হাওয়ার সংস্পর্শে এসে মাটি শুষ্ক হতে থাকে। তাই খুব গরম পড়লে সকালে এবং বিকেলে, দু’বার মনে করে জল দিতে হবে। তবে অতিরিক্ত জল দিয়ে মাটিকে কাদায় পরিণত করবেন না। তা হলেও গাছ মরে যেতে পারে।

মাটি পরিবর্তন

অনেক সময়ে মাটির মধ্যে দলা তৈরি হয়ে গিয়ে জল ভাল ভাবে ছড়িয়ে পড়তে পারে না। তাই গাছ একেবারে শুকিয়ে গেলে মাটি পরিবর্তন করা দরকার। পুরনো পাত্র থেকে গাছটি তুলে নিয়ে প্রথমে শিকড় থেকে মাটিগুলি হালকা করে সরিয়ে ফেলতে হবে। তার পর নতুন পাত্রে মাটি ভরে তাতে পুঁতে দিতে হবে।

পাতা ছাঁটাই

গ্রীষ্মের প্রবল তাপে পাতা শুকিয়ে গেলে, সেগুলিকে ছেঁটে ফেলতে হবে। মরা পাতা বা হলুদ হয়ে যাওয়া পাতা কেটে ফেলে দিলে বায়ু সঞ্চালন ভাল হয়। নতুন করে পাতা গজাতেও সাহায্য করে।

কীটপতঙ্গ দূর করা

মাসে এক-দু’বার নিম তেল এবং জলের মিশ্রণ ছিটিয়ে দিলে ভাল ফল পাওয়া যায়। এর ফলে পোকামাকড়ের আক্রমণ কমে। পাতার উপরে পোকা আছে কি না দেখে, পাতায় সরাসরি এই মিশ্রণটি স্প্রে করতে পারেন।

‘মালচিং’ করা

গাছের গোড়ায় শুকনো ঘাস, নারকেলের ছোবড়া বা পাতা দিয়ে ঢেকে রাখলে মাটি ঠান্ডা থাকে এবং জল দ্রুত শুকোতে পারে না। একেই বলা হয় ‘মালচিং’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement