অ্য়াস্টর গাছের যত্ন নেবেন কী ভাবে? ছবি:ফ্রিপিক।
রংবাহারি অ্যাস্টর ফুটে থাকলে বাগানের শোভাই বদলে যায়। মূলত শীতকালেই দেখা যায় তার বাগান আলো করা রূপ। তবে গরমেও যে এই গাছ বাঁচানো যায় না বা ফুল ফোটে না তা কিন্তু নয়। তবে মরসুমভেদে গাছের যত্নআত্তিও আলাদা হবে, সেটাই স্বাভাবিক।
মাটি: ৫০ ভাগ বাগানের যে কোনও ধরনের মাটির সঙ্গে ৪০ ভাগ গোবর সার এবং ১০ ভাগ মিশ্র জৈব সার। সমস্ত উপকরণ মিশিয়ে টবে ভরে রাখুন কয়েক দিন। নতুন গাছ বসাতে হলে, এই মাটিতে বসান। পুরনো অ্যাস্টর গাছ থাকলে পুরনো মাটি বদলে দিন।
রোদ: চড়া রোদে গাছ রাখলে ক্ষতি হতে পারে। ছাউনিযুক্ত কোনও স্থানে রাখুন অ্যাস্টর গাছ। অতিরিক্ত তাপে যাতে গাছ শুকিয়ে না যায় তাই এই ব্যবস্থা। তবে এই গাছের জন্য যথাযথ সূর্যালোক দরকার। ছাউনির নীচে রাখলেও আলো-হাওয়ার অভাব যেন না হয়, তা দেখা দরকার। আবার শীতকালে ছাউনি ছাড়াই গাছ রাখতে হবে।
জল: নিয়মিত জল দেওয়ার দরকার। তবে গরমে মাটি দ্রুত শুকিয়ে যায়, তা বুঝে জল দিতে হবে। অ্যাস্টর গাছে জল দেওয়ার আগে টবের মাটিতে হাত দিয়ে দেখুন। যদি উপরের অংশ শুকিয়ে যায়, বুঝতে হবে জল দরকার। তবে টবের জলের নিষ্কাশন ব্যবস্থা ভাল না হলে গোড়ায় জল জমলে গাছের ক্ষতি হবে।
সার: গাছে কুঁড়ি এলে এক মাস অন্তর সার প্রয়োগ করুন। জৈব তরল সার দিতে পারেন গাছে।
পোকামাকড়: গাছের পাতা হলুদ হয়ে গেলে বা কুঁকড়ে গেলে, পোকামাকড়ের আক্রমণ হলে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।