অফিসে কাজের জায়গাটি সবুজে সাজাতে চান? এসি ঘরে গাছ রাখতে কোন নিয়ম মানতে হবে?

শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে গাছ রাখতে চান? কোন গাছ এমন পরিবেশে ভাল থাকবে? জেনে নিন এমন জায়গায় গাছ রাখার নিয়মকানুন।

Advertisement
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৬:৪৯
Share:

অন্দরসজ্জায় সঠিক ভাবে গাছ ব্যবহার করতে পারলে বদলে যায় ঘরের রূপ। ঠিক একই ভাবে কর্মক্ষেত্রেও ক্লান্তি কাটাতে পারে সবুজের ছোঁয়া। কাজের টেবিল বা ডেস্কে গাছ সাজিয়ে রাখলে তা যেমন দৃষ্টিনন্দন হবে, তেমনই সবুজ চোখকে আরাম দেবে।

Advertisement

কিন্তু বেশির ভাগ কর্পোরেট অফিসই এখন শীতাতপ নিয়ন্ত্রিত। বাইরের আলো-হাওয়া আসার সুযোগ নেই। এমন ঘরেও কি বাঁচবে গাছ, এ প্রশ্ন জাগতে পারে অনেকের মনেই। গাছ নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরাই বলছেন এসি-র প্রভাবে গাছের ক্ষতি হতে পারে। তবে নিয়ম মানলে শীতাতপ নিয়ন্ত্রিত কর্মক্ষেত্রেও দিব্যি তাজা থাকবে গাছ।

এসি এবং গাছ

Advertisement

বাতানুকূল যন্ত্র রয়েছে এমন ঘরে গাছ থাকলে কী কী অসুবিধা হয় সেটা আগে জানা দরকার। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ঘরের জলীয় বাষ্পের পরিমাণ কমিয়ে । বাতাসের আর্দ্রতা কমে যায়। তা ছাড়া নিচু তাপমাত্রায় বাতানুকূল যন্ত্র সেট করে রাখলে গাছের পক্ষে তা ক্ষতিকর হতে পারে। পাশাপাশি যন্ত্রের ঠান্ডা হাওয়া সরাসরি গাছে পড়লেও ক্ষতি হতে পারে।

আর্দ্রতা, তাপমাত্রা ঠিক না থাকলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে, পাতা কুঁচকে যেতে পারে, গাছ শুকিয়ে যেতে পারে।

শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে কী ভাবে রাখবেন গাছ?

সরাসরি বাতানুকূল যন্ত্রের হাওয়া আসে, এমন জায়গা গাছের অনুপযুক্ত।

· শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থাকলে যে হেতু ঘরের আর্দ্রতা কমে যায়, তা হলে গাছের দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। গাছ বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য নির্দিষ্ট আর্দ্রতার প্রয়োজন। গাছের কাছে একটি খোলা পাত্রে জল রেখে দিতে পারেন। এতে আর্দ্রতার ঘাটতি পূরণ হবে।

· এসি থাকলে মাটি দ্রুত শুকিয়ে যাবে। মাটির উপরিভাগ শুকিয়ে গেলেই গাছে জল দিন। তবে বেশি জলও গাছের পক্ষে ক্ষতিকর। মাপ বোঝা জরুরি।

যে কোনও গাছ এসি ঘরের জন্য উপযোগী নয়। তা ছাড়া, যে হেতু কর্মক্ষেত্রে আলো-হাওয়ার অভাব রয়েছে তাই গাছ কোথায় রাখা হবে সেটি জরুরি। সাধারণত এ রকম পরিবেশে মানি প্ল্যান্ট, জ়েড জ়েড প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, পিস লিলি, জ়েড প্ল্যান্টের মতো গাছ বেছে নিতে পারেন। গাছ কাচের জানলার আশপাশে রাখতে পারলেই ভাল হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement