Indoor Plant Care

ঘরে সাজিয়ে রাখা গাছের পাতায় ছোপ ধরছে, হলদে হয়ে যাচ্ছে? স্পাইডার মাইটের জন্য নয়তো?

অনেক সময় গাছে হানা দেয় স্পাইডার মাইট্। খালি চোখে সহজে দেখা যায় না বলে, যতক্ষণ না কোনও লক্ষণ প্রকাশ পাচ্ছে চট করে বোঝাও যায় না। স্পাইডার মাইট্ হানা দিলে কী ভাবে গাছ বাঁচাবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৫
Share:
ঘরের গাছে স্পাইডার মাইট্ হানা দিলে ঠেকাবেন কী ভাবে?

ঘরের গাছে স্পাইডার মাইট্ হানা দিলে ঠেকাবেন কী ভাবে? ছবি:ফ্রিপিক।

পোথোস, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টে ঘর সাজিয়েছেন। হঠাৎ করেই চোখে পড়ছে পাতায় ছোপ ধরছে, কোনও গাছে আবার হলদে হয়ে যাচ্ছে পাতা। জলের পরিমাণ ঠিক আছে, আলো-হাওয়াও ঠিকমতো পাচ্ছে। ভেবে পাচ্ছেন না কেন এমন হচ্ছে? এমন সমস্যা হতে পারে পোকার হানাতেও। খালিচোখে তাদের চট করে দেখা যায় না। কিন্তু গাছের প্রচণ্ড ক্ষতি করতে করে এরা।

Advertisement

উদ্যানপালক নাথান হেইনরিচ বলছেন, ‘‘খুব সযত্নে বড় করা গাছেও হানা দিতে পারে স্পাইডার মাইট। সমস্যা হল, যতক্ষণ না কোনও লক্ষণ প্রকাশ পাচ্ছে ততক্ষণ তা ধরাই যায় না।’’ খুব তাড়াতাড়ি গাছে ছড়িয়ে পড়ে স্পাইডার মাইট্। ডিম ফুটে বড় হতে সময় লাগে মাত্র সাত দিন।

লক্ষণ

Advertisement

১. গাছের পাতা হলুদ হয়ে যেতে শুরু করলে সাবধান হতে হবে। ঠিকমতো সূর্যালোক না পেলে, জল কম বা বেশি দেওয়া হলে এমনটা হতেই পারে। তবে স্পাইডার মাইটের সংক্রমণ হলেও এমনটা হয়।

২. গাছের পাতায় যদি দু’দিনের মধ্যে কোনও কারণ ছাড়া ধুলো পড়ে তা হলেও সতর্ক হওয়া প্রয়োজন। স্পাইডার মাইট হানা দিলে এমন লক্ষণও প্রকাশ পেতে পারে।

৩. গাছের পাতা, কাণ্ডগুলি খুব ভাল করে লক্ষ্য করুন। ছোট ছোট দাগ বা গোলাকার ছোপ বা অন্য কিছু অস্বাভাবিক চোখে পড়লে সাবধান হওয়া দরকার।

সমাধান

১। নিম তেল এক্ষেত্রে কার্যকর হতে পারে। একটি বড় কাপের জলে কয়েক ফোঁটা বাসন মাজার তরল সাবান যোগ করুন। তাতে দিয়ে দিন ১ চা-চামচ নিম তেল। সমস্ত উপকরণ স্প্রে বোতলে ঢেলে ঝাঁকিয়ে নিন। তারপর গাছের পাতায় স্প্রে করুন।

২। রাবার গাছের মতো বড় পাতার গাছ হলে ১০ ভাগ রাবিং অ্যালকোহলের সঙ্গে সামান্য একটু তরল সাবান মিশিয়ে স্প্রে করতে হবে।

৩। ঘরের গাছে স্পাইডার মাইটের সংক্রমণ ঠেকাতে রাসায়নিক স্প্রেও পাওয়া যায়। সেটিও ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement