Monsoon Rain

Monsoon hacks: বাইরে রোম্যান্টিক বৃষ্টি আর ঘরে স্যাঁতসেতে বিছানা? কী করবেন

খুব সহজেই আপনি বিছানার ভ্যাপসা ভাব বা ঘরের বোটকা গন্ধ কাটিয়ে ফেলতে পারবেন। তার জন্য খুব বেশি অর্থ ব্যয় করারও প্রয়োজন পড়বে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৯:০১
Share:

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

বর্ষার ঝিরঝিরে বৃষ্টি যেমন রোম্যান্টিক, ঝমঝমে বৃষ্টি দেখতে দেখতে চায়ে চুমুক দেওয়ায় ততটাই রোমাঞ্চকর। সারা দিন বারান্দায় বসে বৃষ্টি দেখতে কার না ভাল লাগে। কিন্তু মেজাজটা বিগড়ে যায় ঘরে ঢুকে। ভ্যাপসা গন্ধ। বৃষ্টির ছাঁট ঢুকবে বলে সব জানলা বন্ধ। এদিকে বিছানা বসলেই কেমন যেন ভিজে ভিজে স্যাঁতসেঁতে ভাব। এমন বিছানায় গা এলিয়ে যে আপনি গল্পের বই পরবেন, তারও উপায় নেই। কী করে কাটানো যায় এই স্যাঁতসেতে ভাব?

Advertisement

উপায় একটা রয়েছে। খুব সহজেই আপনি বিছানার ভ্যাপসা ভাব বা ঘরের বোটকা গন্ধ কাটিয়ে ফেলতে পারবেন। তার জন্য খুব বেশি অর্থ ব্যয় করারও প্রয়োজন পড়বে না।

প্রতীকী ছবি।

পাড়ার দশকর্মা ভাণ্ডার গিয়ে এক প্যাকেট কর্পূর কিনে আনুন। তা হলেই কেল্লা ফতে। জল পরিশুদ্ধ করতে কর্পূরের ব্যবহার অনেক আগে থেকেই। কিন্তু কর্পূর ঘরে থাকলে মশা-মাছি-পোকা-মাক়ড় যেমন কম হয়, তেমনই ঘরের স্যাঁতসেতে ভাবও অনেক কমে যায়। যেহেতু ন্যাপথালিনের মতো ক্ষতিকর রসায়নিক নেই কর্পূরে তাই সহজেই সব জায়গায় ব্যবহার করতে পারবেন। ঘরের এক কোণে রাখতে পারেন, বিছানার নীচে রাখতে পারেন, জানলায় রাখতে পারেন, সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে তাতে কর্পূর ফেলে দিতে পারেন। যেমন ভাবে ইচ্ছা ব্যবহার করুন। দেখবেন ধরের স্যাঁতসেঁতে ভাব অনেকটা কমে এসেছে। এবং ঘরও সুগন্ধে ভরে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement