Home Cleaning

Daily hacks: শোওয়ার ঘর খুব ঘন ঘন নোংরা হয়ে যাচ্ছে? কী করে পরিষ্কার রাখবেন জেনে নিন

বিছানা তোলার অভ্যাস করুন ঘুম থেকে উঠেই। ফেলে রাখলে আরও অপরিষ্কার হয়ে উঠবে। আর কয়েকটি ফিকির জেনে রাখুন বেডরুম পরিচ্ছন্ন রাখার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৫:৩৯
Share:

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

দিনের শেষে যে ঘরে আপনি সারা ক্ষণ কাটাবেন, সেই ঘরটা অগোছাল হয়ে থাকলে মনও অশান্ত হয়ে উঠবে। তেব বেডরুম খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। বিছানা তোলার অভ্যাস করুন ঘুম থেকে উঠেই। ফেলে রাখলে আরও অপরিষ্কার হয়ে উঠবে। মাসে একদিন করে ঝুল ঝাড়ুন, ফ্যান পরিষ্কার করুন, জানলার স্লাইড পরিষ্কার করুন। কিন্তু এগুলি রোজ করতে হবে না। রোজ ঘর পরিচ্ছন্ন রাখার জন্য আপনার কিছু উপায় বার করতে হবে। যাতে বেশি পরিশ্রমও না হয়, আবার ঘরও পরিষ্কার থাকে। জেনে নিন চট করে ঘর গোছোনার সহজ উপায়।

Advertisement

লন্ড্রি ব্যাগ

না কাছা পোশাক এদিক ওদিক পড়ে থাকলে সেটা সবচেয়ে দেখতে খারাপ লাগে। তাই বাজার থেকে একটা সুন্দর লন্ড্রি ব্যাগ কিনে ঘরের এক কোণে রাখুন। যাবতীয় পোশাক যেগুলো ধুতে হবে, এখানে জমিয়ে রাখুন।

Advertisement

হ্যাঙ্গার আর হুক

আপনার সহায়তা করতে এগুলির জুড়ি মেলা ভার। মাটিতে অহেতুক জিনিস পড়ে থাকলে ঘর কোনও দিন পরিষ্কার করা সম্ভব নয়। তাই দরজার পিছনে বা ঘরের কোনও লুকনো কোণায় হুক বা হ্যাঙার লাগিয়ে নিন। যেখানে বাইরের ব্যাগ, জামা, ছাতা ঝুলিয়ে রাখতে পারবেন।

প্রতীকী ছবি।

কাগজপত্রের জায়গা

আলাদা একটা বাক্স বা ড্রয়ারে যাবতীয় কাগজ, ওষুধ, জরুরি জিনিস গুছিয়ে রাখুন। টেবিলের উপর বা খাটের পাশের ছোট্ট জায়গায় এগুলি ফেলে রাখবেন না। দেখতে খুব খারাপ লাগে।

বিছানা

যেটা শোওয়ার ঘরের আসল আসবাব, সেটা কিন্তু পরিষ্কার রাখতেই হবে। কারণ দিনের শেষে ঘরে ঢুকে আপনি প্রথমে বিছানার দিকেই তাকাবেন। রোজ ঘুম থেকে উঠে কোনও সময় নষ্ট না করে প্রথমেই বিছানা গুছিয়ে ফেলুন। এক সপ্তাহ অন্তর বালিশের কভার, কুশন কভার, বেডকভার, বেডশিট ধুয়ে ফেলবেন। সপ্তাহে ১০ মিনিট বরাদ্ধ করে রাখুন, যখন বিছানার পাশগুলো মুছে পরিষ্কার করবেন। বেডস্ট্যান্ডে কোনও বই বা আলো বা পুতুল থাকলে সেগুলির উপরও ধুলো জমে। তাই সপ্তাহে একদিন ধুলো ঝাড়া প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement