Holi

Holi 2022 Special: জামায় রং লাগবে বলে দোল খেলবেন না? রইল জামাকাপড়ের রং তোলার সহজ উপায়

দোল খেলতে গিয়ে জামাকাপড় রঙিন হোক ক্ষতি নেই। পোশাক থেকে রং তোলার উপায় জেনে নিলেই হল।  

Advertisement
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ১২:০২
Share:

পোশাকে রং লেগে যাওয়ার ভয়ে অনেকেই এ দিন গায়ে চাপান পুরনো জামাকাপড়। ছবি: সংগৃহীত

সারা বছরের বাতিল জামাকাপড় পরেই দোলের দিন সকালে চুটিয়ে রং খেলা হয়। বাঙালির কাছে উৎসব মানেই সাজগোজ আর হইহুল্লোড়। তবে পোশাকে রং লেগে যাওয়ার ভয়ে অনেকেই এ দিন গায়ে চাপান পুরনো জামাকাপড়। দোলে অনেকেরই বন্ধুবান্ধবের সঙ্গে বিভিন্ন পরিকল্পনা থাকে। বন্ধুদের হুল্লোড়ে তো আর পুরনো পোশাক পরে গেলে চলে না। ফলে ভাল জামাকাপড়েও রং, আবির লেগে যায়। কিছুতেই সেই রং উঠতে চায় না। ঘরোয়া কিছু উপায় মানলেই উঠে যাবে জামাকাপড়ের রং।

Advertisement

ঘরোয়া উপায়ে পোশাক থেকে কী ভাবে তুলবেন দোলের রং?

১) দোল খেলার পরেই পোশাক কেচে ফেলুন। ফেলে রাখলে রং তোলা মুশকিল হতে পারে। এক বালতি ঠান্ডা জলে আধ কাপ ভিনিগারের সঙ্গে এক চামচ ডিটারজেন্ট মেশান। এই জলে ৩০ মিনিটি রং মাখা জামাকাপড় ভিজিয়ে রাখুন। এতে সহজেই রং উঠবে পোশাক থেকে।

Advertisement

ঘরোয়া কিছু উপায় মানলেই উঠে যাবে জামাকাপড়ের রং। ছবি: সংগৃহীত

2) রং লেগে যাওয়ার ভয়ে সাদা পোশাক পরে দোল খেলার ইচ্ছেকে আটকে রাখছেন? সাদা জামার রং তোলার সবচেয়ে ভাল উপায় হল নন ক্লোরিন বিচ। সাদা পোশাক গরম জলে নন ক্লোরিন বিচ দিয়ে কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন। ১৫ মিনিট পরে কেচে শুকিয়ে নিন। রং উঠে যাবে।


৩) খুব বেশি দোল খেলেননি। তবুও ছিটেফোঁটা রং এসে পোশাকে লেগেছে। সে ক্ষেত্রে পোশাকের যে অংশে রং লেগেছে, সেখানে মাজন লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিন। সহজেই রং উঠে যাবে।


৪) জামাকাপড়ে হালকা রঙের দাগ তুলতে কিন্তু পাতিলেবুর রস খুবই কার্যকরী। লেবুতে থাকা অ্যাসিড জেদি দাগ তুলতে সাহায্য করে।


৫) কোভিডে সুরক্ষিত থাকতে সকলেই স্যানিটাইজার ব্যবহার করেন। এক বালতি ঈষদুষ্ণ জলে দু-তিন ফোঁটা অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার মিশিয়ে নিন। সেই জলে কিছু ক্ষণ রেখে রং মাখা পোশাকগুলি ভিজিয়ে রাখুন। কাচার আগেই অনেকটা রং উঠে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement