শুকনো গোলাপও গন্ধ ছড়াবে। ছবি: সংগৃহীত।
মনের মানুষের কাছ থেকে একগোছা গোলাপ উপহার পেয়েছেন রোজ় ডে-তে। ভ্যালেনটাইন্স ডে-র দিনেও অন্যথা হবে না। কিন্তু দু’দিন যেতে না যেতেই টকটকে লাল গোলাপের ঘাড় নেতিয়ে পড়ে। দাম দিয়ে কেনা গোলাপ ফেলে দিতেও কষ্ট হয়। শুকনো গোলাপের পাপড়ি দিয়ে বাড়িতে গোলাপজল তৈরি করেন অনেকেই। সেই গোলাপজল দিয়ে রূপচর্চাও করেন। তবে শুধু ত্বকচর্চা নয়, গোলাপের পাপড়ি দিয়ে এয়ার ফ্রেশনার এবং লাতে তৈরি করার উপায় শেখালেন এক নেটপ্রভাবী।
এয়ার ফ্রেশনার বা ডিফিউজ়ার তৈরি করবেন কী ভাবে?
১) প্রথমে গেলাপের পাপড়িগুলি খুলে ভাল করে ধুয়ে নিন।
২) এ বার একটি পাত্রে জল ফুটতে দিন। তার মধ্যে দিয়ে দিন পাপড়িগুলি।
৩) গ্যাস বন্ধ করে পাত্রটি ঢাকা দিয়ে রাখুন বেশ কিছু ক্ষণ।
৪) জলের রং লালচে হয়ে আসবে। ছাঁকনির সাহায্যে ওই জল ডিফিউজ়ারে ঢেলে নিন। চাইলে কয়েক ফোঁটা রোজ় এসেন্সও মিশিয়ে নিতে পারেন।
গোলাপের পাপড়ি দিয়ে এয়ার ফ্রেশনার এবং লাতে তৈরি করে নিন। ছবি: সংগৃহীত।
রোজ় লাতে তৈরি করবেন কী করে?
১) প্রথমে একটি পাত্রে দুধ গরম করতে দিন। সঙ্গে দিন গেলাপের পাপড়ি ‘ইনফিউস্ড’ জল। ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।
২) বড় একটি কাপে পরিমাণ মতো মধু আর দুধ নিয়ে ফ্রদার ব্যবহার করে লাতে ঘন করে নিন।
৩) উপর থেকে গোলাপের পাপড়িও ছড়িয়ে দিতে পারেন।