সহজেই আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে এই জুতো-টব। ছবি: সংগৃহীত
গত এক বছর ধরে পরা হয়নি। ঢুকিয়ে রেখেছিলেন বাক্সে। বের করে দেখলেন, সাদা ছত্রাকে ভর্তি আপনার সাধের জুতো জোড়া। আর পরা যাবে না। এমন বিশ্রী দেখতে হয়েছে, বাড়িতে রাখতেই ইচ্ছে করছে না। কিন্তু এই জুতোই হয়ে উঠতে পারে আপনার অন্দরসজ্জার বিরাট হাতিয়ার। এই পুরনো জুতোতেই আপনি লাগিয়ে ফেলতে পারেন ছোট ছোট গাছ।
তবে জুতোয় গাছ লাগানোর আগে কয়েকটা কথা মনে রাখা দরকার। প্রথমত, জুতোয় এমন গাছ লাগাবেন, যেগুলো খুব বেশি বড় হয় না। একাধিক প্রজাতির গাছ একসঙ্গে লাগালে, এমন প্রজাতি বাছবেন, যাদের বৃদ্ধির হারও একই রকম।
জুতোয় গাছ লাগানোর পদ্ধতি:
মনে রাখবেন, চড়া রোদে বা বৃষ্টির জলে বেশি ভিজলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে চামড়ার জুতো। সে ক্ষেত্রে এই ছাওয়ার তলয়া রাখলেই ভাল।