summer

AC Bill Savings: কী ভাবে কমানো যায় এসির খরচ? সব সামলে তীব্র গরমে কী করে ঠান্ডা রাখবেন ঘর

বাড়ির বাইরে তো দাবদহ চলছেই, তীব্র গরমে বাড়ির ভিতরেও গলদঘর্ম দশা। কিন্তু সারা ক্ষণ এসি চালানোর খরচও আকাশছোঁয়া।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৬:২৭
Share:
০১ ২১

প্রতি দিনই লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। দেখা নেই কালবৈশাখীরও। বাড়ির বাইরে তো দাবদহ চলছেই, তীব্র গরমে বাড়ির ভিতরেও গলদঘর্ম দশা। অনেকেই এই অবস্থায় বাড়িতে এসি লাগাচ্ছেন। কিন্তু শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র লাগানোর পর খরচ সামলাতে হিমশিম খান বেশির ভাগ মধ্যবিত্ত পরিবার। রইল এমন কিছু টোটকা যাতে এসির খরচ থাকবে নাগালের মধ্যেই।

০২ ২১

ঘুমনোর সময়ে এসি-তে টাইমার লাগিয়ে রাখুন। রাতে এই যন্ত্রটি চালিয়ে ঘুমিয়ে পড়ার ঘণ্টা দুয়েকের মধ্যে ঘর ঠান্ডা হয়ে যায়। তার পর আর দরকার হয় না। কিন্তু গভীর ঘুমে তা নির্দিষ্ট সময়ে বন্ধ করা হয় না। ফলে সারা রাত এসি চলতে থাকে। সেই জন্য টাইমার দিয়ে রাখলে ভাল। দু থেকে আড়াই ঘণ্টার টাইমার লাগিয়ে রাখলে নির্দিষ্ট সময়ের পর তা নিজেই বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ ও অর্থ—দুই-ই সাশ্রয় হবে।

Advertisement
০৩ ২১

ঘরের তাপমাত্রা যত বেশি হবে কুলার বা এই ধরনের যন্ত্র ঘর ঠান্ডা করতে তত বেশি সময় নেবে। সে ক্ষেত্রে বেশি সময় ধরে এসি চালানোর প্রয়োজন পড়ে। বিলও বাড়তে থাকে চড়চড় করে। ঘরে মোটা পর্দা লাগালে বাইরের গরম হাওয়া ও আলো কম আসবে। ফলে ঘরও তাড়াতাড়ি ঠান্ডা হবে।

০৪ ২১

শীতাতপ নিয়ন্ত্রিত এই যন্ত্রের তাপমাত্রা অবশ্যই ২৪ থেকে ২৬ সেন্টিগ্রেডের মধ্যে রাখুন। রাতে ঘুমনোর আগে এসি স্লিপ মোডে দিয়ে রাখুন। বিদ্যুৎ কম পুড়বে।

০৫ ২১

শুধু এসি বলে নয়, যে কোনও বৈদ্যুতিক যন্ত্রপাতি পুরনো হয়ে গেলে তার গুণমান খারাপ হয়ে যায়। অনেক দিন ধরে একই যন্ত্র ব্যবহার করার ফলে তা ধীরে ধীরে খারাপ হতে থাকে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ক্ষেত্রেও একই ব্যাপার। বেশি পুরনো হয়ে গেল বিদ্যুৎ পোড়ে বেশি। স্বাভাবিক ভাবেই বিলও বেশি আসে।

০৬ ২১

এসির ফিল্টার পরিষ্কার করুন। অনেক দিন ধরে ব্যবহার করার ফলে এসির ফিল্টারে অনেক ময়লা, ঝুল জমে থাকে। বিদ্যুৎ সাশ্রয় করতে ফিল্টার পরিষ্কার রাখা জরুরি।

০৭ ২১

এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখার বেশ কয়েকটি উপায় রয়েছে। অন্দরসজ্জায় এখন গাছ লাগান অনেকেই। বেশ কিছু গাছ রয়েছে যেগুলি শুধু অন্দরসজ্জা নয় ঘর ঠান্ডা রাখতেও সহায়তা করতে পারে। অ্যালো ভেরা, বস্টন ফার্ন, স্নেক প্লান্ট, উইপিং ফিগ, অ্যারিকা পাম ইত্যাদি উদ্ভিদ ছোট টবে করে ঘরে রাখলে ঘর ঠান্ডা থাকে। পাশাপাশি ঘরের বাতাসকেও শুদ্ধ করে এই গাছগুলি।

০৮ ২১

এসি-আবিষ্কারের আগে জ্যৈষ্ঠ-আষাঢ়ে বাঙালি কী করত জানেন? জানালায় খসখস ঝোলাত। এটি আসলে এক বিশেষ ধরনের ঘাস। মাদুর বোনার মতো বুনে পর্দার মতো করে জানালা কিংবা বারান্দায় ঝোলানো হত এই পর্দা। তাতে যদি একটু জল ঢেলে দিলেই কেল্লাফতে। বাতাস এই পর্দার ভিতর দিয়ে চলাচল করার সময় ঠান্ডা হয়ে যায়। ইদানীং খসখস জোগাড় করা একটু হলেও শক্ত। সে ক্ষেত্রে জানলা দরজার পর্দা কিছুটা ভিজিয়ে রাখতে পারেন।

০৯ ২১

আগে বাড়ির চার পাশে আম কাঠালের বড়সড় গাছ থাকত। আর সেই সব গাছের ছায়ায় ঠান্ডা থাকত বাড়ি। সেই সব গাছ এখন না থাকলেও বাড়ির ছাদে মাচা করে লাগাতে পারেন লাউ-চালকুমড়োর মতো গাছ। দেওয়াল ধরে নামা গুল্ম জাতীয় গাছও লাগাতে পারেন।

১০ ২১

সাধারণ বাল্ব-টিউব না ব্যবহার করে মৃদু আলো ব্যবহার করতে পারেন। ঘরে জোরালো আলো না ব্যবহার করে আধুনিক এলইডি লাইট ব্যবহার করলে গরমে কিছুটা আরাম মিলতে পারে।

১১ ২১

ঘরে ঘুলঘুলি থাকলে বায়ু চলাচলে সুবিধা হয়। ফলে ঘরে গরম বাতাস জমতে পারে না। তাই ঘরের ঘুলঘুলিগুলি সাফ রাখুন। সাফ করুন ফ্যানও। ফ্যানে ময়লা জমে থাকলে হাওয়া কম লাগে।

১২ ২১

বিছানার চাদর মোটা ও কারুকাজ বিশিষ্ট হলে ঘাম বেশি হয়। সাদা বা হাল্কা রঙের সুতির চাদর পাতলে বিছানা ঠান্ডা থাকবে। সাদা ও হাল্কা রঙের কাপড় তাপ শোষণ করে না বরং প্রতিফলিত করে। তা ছাড়া হাল্কা রং ঘরে শীতল প্রভাবও ফেলে। নিয়মিত বদলাতে হবে বিছানার চাদর।

১৩ ২১

দিনের বেলা যদি বাইরে ‘লু’ বওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তবে তা আটকাতে জানলা বন্ধ রাখা ছাড়া উপায় নেই। পাশাপাশি গাঢ় রঙের পর্দা ব্যবহার করলে ঘর কিছুটা অন্ধকার থাকে, এতে শীতলতার অনুভূতি তৈরি হতে পারে।

১৪ ২১

সাদা রং সবচেয়ে বেশি রোদ প্রতিরোধ করে। তাই ছাদ ও বাইরের দেওয়াল সাদা বা হাল্কা রঙে রাঙাতে পারেন।

১৫ ২১

গরম প্রতিরোধ করতে অনেকেই টেবিল ফ্যান ব্যবহার করেন। তবে টেবিল ফ্যান চালানোর সময়ে সামনে একটি পাত্রে কিছু বরফের কুচি রেখে দিলে আরও বেশি ঠান্ডা হবে পাখার হওয়া।

১৬ ২১

দিনে অন্তত দুই থেকে তিন বার একটু বেশি জল দিয়ে ঘরের মেঝে মুছতে হবে। এতে ঠান্ডা থাকবে মেঝে। আর মেঝে ঠান্ডা থাকলে কমবে ঘরের সার্বিক তাপমাত্রাও।

১৭ ২১

রান্নার সময় প্রয়োজনের বেশি উনুন জ্বালিয়ে রাখা চলবে না। রান্না চলাকালীন চালিয়ে রাখতে হবে চিমনি কিংবা বায়ু নির্গমনের পাখা। রান্নার আগুন ও তেল মশলার ঝাঁঝ শুধু রান্নাঘর নয়, আসেপাশের উষ্ণতাও বাড়িয়ে দেয় অনেকটাই।

১৮ ২১

সন্ধ্যায় রোদ কমে এলেই ঘরের দরজা-জানালা খুলে দিন। চারপাশের উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর বায়ু চলাচল বাড়লে কমবে ঘরের ভিতরের উষ্ণতাও। কাটবে গুমোট ভাব।

১৯ ২১

এখন অনেকেই ছাদের উপর আপতিত রোদ কমাতে ছাদের উপর অতিরিক্ত এক প্রকারের কৃত্রিম ছাদ তৈরি করছেন। লোহার পাইপ ও বিশেষ ভাবে তৈরি এক ধরনের টিনের পাত দিয়ে এই ছাদ তৈরি হয়। এতে সরাসরি রোদ পড়ে না ছাদে, ফলে কম গরম হয় ঘর।

২০ ২১

প্রয়োজন ছাড়া বন্ধ রাখার চেষ্টা করতে হবে বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহার। টিভি, কম্পিউটার, ল্যাপটপ অতিরিক্ত সময় চালিয়ে রাখলে যন্ত্রগুলি প্রচুর তাপ তৈরি করে।

২১ ২১

প্রতিদিন সন্ধ্যার সময়ে জল দিয়ে ভিজিয়ে দিন বাড়ির ছাদ ও দেওয়াল এতে সারা দিনের রোদে তপ্ত হয়ে থাকা দেওয়াল ও ছাদ দ্রুত ঠান্ডা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement