Face Pack

Beauty Products: কয়েক মাসেই নষ্ট হয়ে গেল পছন্দের ফেস প্যাক? কী ভাবে রাখলে বাড়বে তার আয়ু

কোন জায়গায় এবং কী ভাবে রাখা হচ্ছে, তার উপরেই নির্ভর করে রূপচর্চার সামগ্রীর আয়ু। তা যদি হয় ফেস প্যাক, তবে আরও যত্নশীল হতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ২১:২৬
Share:

প্রতীকী ছবি।

রূপচর্চার নানা রকম সামগ্রী কেনেন। সঙ্গে সঙ্গে তা শেষ করে ফেলতেও ইচ্ছা করে না। কিন্তু চিন্তা হয় তা জমিয়ে রাখলে আবার নষ্ট না হয়ে যায়!
যদি রূপচর্চার সব সামগ্রী আরও অনেক দিন রেখে দেওয়া যেত? এমন ভাবনাও নিশ্চয়ই মনে আসে মাঝেমাঝে? তার পরেই মন খারাপ হয়। কিন্তু মন খারাপ না করে, কিছু উপায় বার করলে মন্দ হয় না। কাজটি কিন্তু খুব কঠিন নয়।

Advertisement

কী ভাবে আয়ু বাড়ানো যাবে রূপচর্চার সরঞ্জামের?

প্রতীকী ছবি।

কোন জায়গায় এবং কী ভাবে রাখা হচ্ছে, তার উপরেই নির্ভর করে রূপচর্চার সামগ্রীর আয়ু। বিশেষ করে তা যদি হয় ফেস প্যাক, তবে আরও বেশি যত্নশীল হতে হবে। কারণ এই জিনিসটি সবচেয়ে আগে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। একটি ক্রিম বা ফেস প্যাক অনেক দিন ধরে ব্যবহার করতে গেলে তা রাখার কিছু নিয়ম আছে। সে সব মেনে চলতে হবে। প্রথমত, যে কোনও ফেস প্যাকের মুখ খুলে রাখা যাবে না। ব্যবহারের পর এমন ভাবে রাখতে হবে, যাতে তার মধ্যে কোনও হাওয়া না ঢুকতে পারে। তার পরে সেই বোতল বা কৌটোটি রাখতে হবে রোদের থেকে অনেক দূরে। এমন কোথাও তা বসাতে হবে, যাতে জানলা দিয়ে রোদের তাপ এসে সেই কৌটোর গায়ে না পড়ে। তাই বলে কোনও ভিজে জায়গায় রাখলেও চলবে না। তাতেও আয়ু কমবে ফেস প্যাকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement