টিফিন বাক্স আলু ও নুন দিয়ে ঘষলে কি বেশি পরিষ্কার হয়? কী লাভ এতে? ছবি: সংগৃহীত।
অফিসে নিয়ে যাওয়া টিফিন বাক্সে যদি খাবারের টুকরো লেগে থাকে, আর তা ভুল করে সারা রাত ব্যাগে পড়ে থাকে, তা হলে তা পরিষ্কার করতে গিয়ে প্রাণান্তকর অবস্থা হয়। খাবারের অংশ পচে উৎকট গন্ধে ভরে যায় বাক্সটি। তার পর সাবান দিয়ে যতই ঘষাঘষি করা হোক না কেন, দুর্গন্ধ কিছুতেই যেতে চায় না। এমন সময় কিন্তু কাজে আসতে পারে আলু। কাঁচা আলুতে নুন মাখিয়ে টিফিন বাক্সের ভিতরে বেশ কিছু ক্ষণ ঘষলেই কটু গন্ধ উধাও হবে। তবে শুধু আলু নয়, আর কোন উপায়ে এই সমস্যার সমাধান হতে পারে জেনে নিন।
১. একটি বড় পাত্রে জল ও ভিনিগার মিশিয়ে তার মধ্যে টিফিন বাক্সটি ঘণ্টা দুয়েকের জন্য ডুবিয়ে রেখে দিন। ঝক্কি ছাড়াই দূর হবে দুর্গন্ধ। এ ছাড়া, বেকিং সোডার মধ্যে অল্প জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি টিফিন বাক্সে মাখিয়ে রেখে ধুয়ে নিলেই দুর্গন্ধ থেকে মুক্তি মিলবে।
২. টিফিন বাক্সে জল দিয়ে তাতে পাতিলেবুর খোসা ভিজিয়ে রাখতে হবে। আধ ঘণ্টা পর সেই জল ফেলে সাবান দিয়ে টিফিন বাক্সটি ধুয়ে নিলেই দুর্গন্ধ থাকবে না।
৩. কফির গন্ধ খুবই কড়া। গরম জলে কফি মিশিয়ে তা টিফিন বাক্সে ঢেলে রাখলেও দুর্গন্ধ চলে যাবে।
৪. জলে দারচিনি ফুটিয়ে সেই জল টিফিন বাক্সে দিয়ে বেশ কিছু ক্ষণ রেখে দিলেও সমস্যার সমাধান হবে।
একই উপায়ে শুধু টিফিন বাক্স নয়, জলের বোতলে গন্ধ হলে সেটিও পরিষ্কার করে নিতে পারেন।