Floor Cleaning

Floor Cleaning: নিয়মিত মোছার পরও মেঝেতে কালচে দাগ হয়ে যাচ্ছে? নিমেষে ঝকঝকে করার উপায়

অনেক সময়ে প্রত্যেক দিন ঘর মুছলেও মেঝেতে কালো দাগ হয়ে যায়। সময়ে পরিষ্কার না করলে সেই দাগ পরে তোলা মুশিকল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১২:১২
Share:

প্রতীকী ছবি।

রোজ ঘর মোছেন নিয়ম করে? তাও সাধের মার্বেলের মেঝেতে কালচে দাগ বসে যাচ্ছে? এমন হতেই পারে। মার্বেল বা মোজায়িকের মেঝেতেও সহজেই কালো দাগ পড়ে যায়। কয়েক বছর অন্তর পলিশ করিয়ে নিতে পারলে সবচেয়ে ভাল হয়। কিন্তু মেঝে পলিশ করানো মানেই বেজায় ঝক্কির কাজ। ঘর থেকে সব আসবাব সরিয়ে তা করতে হবে। তাই কিছু নিয়ম মেনে চলতে পারলে, মেঝের আয়ু বহু দিন ভাল থাকবে। জেনে নিন সেগুলি কী।

১। জল জল করে মেঝে মুছবেন না। মোছার পর আরেকটা শুকনো কাপড়ে ভাল করে মেঝে মুছে নিন।

২। প্রত্যেক দিন ফ্লোর ক্লিনার ব্যবহার না করে মাঝে মাঝে ঘর মোছার জলে সামান্য ভিনিগার মিশিয়ে নিন। এতে মেঝের সব জমে থাকা নোংরা এবং কালচে দাগ ছোপ পরিষ্কার হয়ে যাবে।

Advertisement

প্রতীকী ছবি।

৩। ঘর মোছার জন্য সব সময়ে সুতির কাপড় ব্যবহার করবেন। এতে মেঝে ভাল থাকবে বহু দিন।

৪। বৃষ্টির জল বা কোনও রকম খাবার পড়ে গেলে সঙ্গে সঙ্গে মুছে পরিষ্কার করে নেবেন।

৫। নিমপাতা ফুটিয়ে সেই জলে ঘর মুছতে পারেন বর্ষাকালে। তা হলে পোকা মাকড় কম হবে এবং মেঝেও পরিষ্কার থাকবে।

৬। মার্বেলের মেঝেতে হলদে দাগ পড়ে গেলে তারপিন তেলের মধ্যে সামান্য নুন মিশিয়ে মুছতে পারেন। দাগ অনেকটাই মিলিয়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement