ঘরেই জামাকাপড় শুকোবেন কী ভাবে? ছবি: ফ্রি পিক।
সকালে উঠে এক ঝলক রোদ দেখে, জামাকাপড় কেচে মেলে শুকোতে দিলেন। কিছু ক্ষণেই রোদ উধাও। কালো মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি। এ দিকে রোজের জামাকাপড় কাচলেও, শুকোতে গিয়ে ঝক্কির শেষ নেই। যাওয়ার এমন পরিস্থিতিতে ঘরেই কী করে দ্রুত কাপড়-জামা শুকোবেন?
১. কাপড় কাচার যন্ত্রে কাপড় শুকোনোর ব্যবস্থা থাকে। তবে এতে সাধারণত কাপড় একেবারে শুকিয়ে যায় না। তবে ‘ড্রায়ারে’ কম জামা কাপড় দিয়ে, কাপড় শুকনো করার সময়টা বাড়িয়ে দিতে পারেন। এতে পোশাক পুরো না শুকোলেও অনেকটাই শুকিয়ে যাবে।আর কাপড় শুকনো করার যন্ত্র না থাকলে, কাপড় বা জামা বার বার নিংড়ে যথা সম্ভব জল বার করে দিতে হবে।
২. এসি ও পাখা একসঙ্গে চালিয়ে প্রতিটি কাপড় আলাদা আলাদা করে শুকোতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে ড্রাই মোড থাকলে, সেটিও চালিয়ে রাখতে পারেন। এতেও কাজ হবে।
৩. কাপড় দ্রুত শুকোনোর হলে চুল শুকনো করার ড্রায়ার ব্যবহার করতে পারেন। বিষয়টি সময়সাপেক্ষ হলেও কিছুটা কাজ হবে। ভিজে জামা একটি জায়গায় ঝুলিয়ে, খানিকটা দূর থেকে ড্রায়ার চালিয়ে দিতে পারেন।
৪. জামাকাপড় হালকা ভেজা থাকলে তার উপর একটি শুকনো তোয়ালে রেখে বার বার ইস্ত্রি করলে, শুকিয়ে যাবে।
৫. দ্রুত পোশাক শুকোতে হ্যাঙারে ঝুলিয়ে দিন। এতে দু’দিক দিয়েই হাওয়া চলাচল করবে। তাড়াতাড়ি শুকিয়ে যাবে।