Home Decor

ছোট বারান্দা মনের মতো সাজাবেন কী করে?

আপনার ফ্ল্যাটের এক চিলতে বারান্দার ভোলবদল করা সম্ভব। জেনে নিন কিছু সহজ উপায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৮:৩৪
Share:

ছোট বারান্দাতেই সখ মেটানোর উপায়

টানা লম্বা বারান্দা এখন পাওয়া দুষ্কর। বাগান দেওয়া বাড়ি করাও বেশির ভাগেরই আয়ত্তের বাইরে। তাই ছোট বারান্দাতেই সখ মেটাতে হয়ে সকলকে। তবে চিন্তার কোনও কারণ নেই। আপনার ফ্ল্যাটের এক চিলতে বারান্দার ভোলবদল করা সম্ভব। জেনে নিন কিছু সহজ উপায়।

Advertisement

দেওয়াল ব্যবহার করুন- নীচে বেশি জায়গা না থাকলে বারান্দার দেওয়ালগুলো ব্যবহার করুন। ছবি, আয়না বা ঘর সাজানোর জিনিস দিয়ে সাজানো তাক তো ঝোলাতেই পারেন। কিন্তু লতানো গাছ রাখার কথাও ভাবুন। দেওয়াল জুড়ে ঝোপের মতো বড় হবে— এই ধরনের গাছ রাখতে পারেন। তাহলে বাড়ির বাগানের একটা আমেজ পাওয়া যাবে।

বসার ব্যবস্থা করুন- বারান্দায় বসে গল্প করতে বা চা-কফি খেতে কার না ভাল লাগে। তাই একটা বসার ব্যবস্থা অবশ্যই করবেন। ছোট্ট টেবিল আর দু’টো চেয়ার পাততে পারেন। খুব ছোট জায়গা হলে ফোল্ডিং চেয়ার-টেবিল কিনুন। যদি মনে হয়, তাতেও অসুবিধা হচ্ছে, তাহলে আরও একটা উপায় আছে। মাটিতে পাতার বড়সড় কুশন পাততে পারেন। সেগুলোর কভার মাঝে মাঝে বদল করলে বারান্দার সাজও বদলে যাবে।

Advertisement

গাছ লাগান যথেচ্ছ- সবুজে মুড়ে দিন বারান্দার ধারগুলো। মাটিতে বেশি জায়গা না হলে নানা আকারের রংবেরঙের ঝোলানো টব লাগান। কাঠ বা রট-আয়রনের গাছ রাখার দু’-তিন থাকি তাকও রাখতে পারেন বারান্দার একদিকে। তাহলে বেশি সংখ্যায় গাছ লাগাতে পারবেন। মরসুমি ফুলের গাছ লাগালে দেখতে সুন্দর লাগবে। তা ছাড়াও বোগেনভিলিয়ার মতো লতানো ফুলের গাছ লাগান।

আলো দিয়ে সাজান- বারান্দায় টুনির মালা লাগাতে পারেন। কিংবা কৃত্রিম মোমবাতি দিয়েও সাজাতে পারেন। সন্ধের পর বন্ধুদের আড্ডা জমবে এখানেই। কিংবা বিশেষ দিনে পছন্দের মানুষের সঙ্গে রোম্যান্টিক ডিনারের আয়োজনও হয়ে যাবে আপনার প্রিয় বারান্দাতেই।

বাগানের মতো- কৃত্রিম ঘাস লাগিয়ে অনেকেই এখন বারান্দাটা বাগানের মতো সাজান। পুরোটা না করলেও একদিকটা এভাবে সাজাতে পারেন। পাশে নুড়ি পাথর ছড়িয়ে দিন। বসার জায়গায় কার্পেট বা ডোরি পেতে দিন। একঘেয়েমি কাটবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement