Bengali Veg Recipe with Lau

ঘণ্ট কিংবা ছেঁচকি নয়, স্বাদ এবং স্বাস্থ্যের খেয়াল রাখবে নিরামিষ দুধ-লাউ, রইল রেসিপি

লাউ দিয়ে ডাল, বড়ি দিয়ে নিরামিষ ঘণ্ট তো প্রায়ই খেয়ে থাকেন। কিন্তু দুধ দিয়ে লাউয়ের তরকারি রাঁধেননি তো? কেমন ভাবে রাঁধতে হয় শিখে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১২:৩৩
Share:
Recipe

দুধ দিয়ে লাউ রেঁধেছেন কখনও? ছবি: তন্বীর পাকশালা।

লাউ দেখলেই চিংড়ি দিয়ে ঘণ্ট রাঁধতে ইচ্ছে করে। অনেকে আবার নিরামিষ লাউয়ের ছেঁচকি খেতেও পছন্দ করেন। ডালের মধ্যে ডুমো ডুমো করে কাটা লাউ দিলেও খেতে মন্দ লাগে না। গরমে শরীরও বেশ ঠান্ডা থাকে। কিন্তু লাউয়ের সেই একঘেয়ে পদ আর কাঁহাতক খাওয়া যায়? তার চেয়ে বরং জিভের স্বাদ বদল করতে রেঁধে ফেলুন দুধ-লাউ। রইল প্রণালী।

Advertisement

উপকরণ:

১টি লাউ (ডুমো করে কাটা)

Advertisement

১ কাপ দুধ

১ টেবিল চামচ সর্ষের তেল

স্বাদ অনুযায়ী নুন

সামান্য চিনি

১টি শুকনো লঙ্কা

১ চা-চামচ জিরেবাটা

আধ চা-চামচ আদাবাটা

এক চিমটে হিং

প্রণালী:

কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে হিং এবং শুকনো লঙ্কার ফোড়ন দিন।

সামান্য নাড়াচাড়া করে কড়াইয়ে কেটে রাখা লাউ দিয়ে দিন। একটু ভেজে নিয়ে অল্প নুন, চিনি, আদাবাটা, জিরেবাটা দিয়ে দিন।

কড়াই ঢাকা দিয়ে লাউ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

এই সব্জিতে জলের পরিমাণ বেশি। রাঁধতে রাঁধতে নিজে থেকে জল বেরোতে শুরু করে। মূলত ওই জলেই লাউ সেদ্ধ হবে। আলাদা করে আর জল দিতে হবে না।

ফুটতে ফুটতে জল খানিকটা শুকিয়ে এলে দুধটা দিয়ে দিন। ঝোল ঘন হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। চাইলে ভেজে রাখা বড়িও দিতে পারেন এই সময়ে।

নামানোর আগে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলেই কাজ শেষ। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দুধ-লাউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement