Doormats

নোংরা পাপোশে পা মুছতে গা ঘিনঘিন করে? কোন পাপোশ কী ভাবে ধোবেন, কত বার ধোবেন?

সপ্তাহে অন্তত ১ বার ভাল করে বাইরে নিয়ে গিয়ে ঝাড়তে হবে পাপোশ। মাসে এক বার অন্তত ধুতেই হবে। তবে কী ধরনের পাপোশ, তার উপর নির্ভর করছে কী ভাবে ধোবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ০৮:৪৬
Share:

মাসে এক বার অন্তত ধুতেই হবে পাপোশ। —ফাইল চিত্র।

নিয়ম করে বাড়ি সাফ করেন অনেকেই। কিন্তু বাড়িতে ঢোকার সময় প্রথম যে জিনিসটির স্বাগত জানায় অতিথিকে সেটি হল পাপোশ। অথচ বহু ক্ষেত্রেই দিনের পর দিন অবহেলায় পরে থাকে সেগুলি। সপ্তাহে অন্তত ১ বার ভাল করে বাইরে নিয়ে গিয়ে ঝাড়তে হবে পাপোশ। মাসে এক বার অন্তত ধুতেই হবে। তবে কী ধরনের পাপোশ তার উপর নির্ভর করছে কী ভাবে ধোবেন।

Advertisement

কাপড়ের পাপোশ

কাপড়ের তৈরি পাপোশ স্বচ্ছন্দে দিয়ে দিতে পারেন ওয়াশিং মেশিনে। যদি ধুতে না পারেন, তবে খাবার সোডা বা কর্নস্টার্চ দিয়ে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখতে পারেন। তার পর জলে ধুয়ে রোদে মেলে দিতে হবে।

Advertisement

নারকেলের ছোবড়ার তৈরি পাপোশ

অনেক সময় নারকেলের ছোবড়া থেকে যে দড়ি তৈরি হয়, সেই পাপোশ কী ভাবে ধুতে হবে তা বুঝে পারেন না অনেকে। এই ধরনের পাপোশ অবশ্যই হাত দিয়ে সাফ করতে হবে। বেসিনের মধ্যে নিয়ে বাসন মাজার সাবান দিয়ে অল্প অল্প জল ঢেলে ধুতে পারেন। ধোয়া হয়ে গেলে একটি শুকনো ন্যাকড়া দিয়ে চেপে চেপে শুকিয়ে নিতে হবে। জামাকাপড় পরিষ্কার করার ডিটার্জেন্ট না ব্যবহার করাই ভাল।

প্লাসটিকের পাপোশ

রবার বা প্লাস্টিকের তৈরি পাপোশ পরিষ্কার করতে হলে আগে একটি শুকনো কাপড় কিংবা ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে পাপোশটি। এর পর গরম জলে তরল সাবান গুলে নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে পাপোশটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement