Cleaning

Cleaning Tips: চশমায় দাগ পড়ে যাচ্ছে? কী করে পরিষ্কার করবেন

কী করে এই সমস্যা এড়াবেন? কী করে চশমা পরিষ্কার করবেন? রইল সন্ধান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ১৯:০৬
Share:

চশমা পরিষ্কার করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত

নিয়মিত চশমা ব্যবহার করলে, সেটি ময়লা হবেই, তাতে ছোপ পড়বেই। কিন্তু সেই ময়লা পরিষ্কার করাটাও জরুরি। অনেকেই চশমার ময়লা পরিষ্কার করতে গিয়ে কাচ নষ্ট করে ফেলেন। কারণ অনেকেই জামার বা গেঞ্জির তলার কাপড় দিয়ে কাচ পরিষ্কার করে নেন। তাতে ধুলো ময়লা থাকে। সেগুলি চশমার কাচ নষ্ট করে দেয়।

কী করে এই সমস্যা এড়াবেন? কী করে চশমা পরিষ্কার করবেন? রইল সন্ধান।

Advertisement

• চশমা পরিষ্কার করার সবচেয়ে সহজ রাস্তা হল দাঁতের মাজন ব্যবহার করা। টুথপেস্ট কাচে ভাল করে মাখিয়ে তা ধুয়ে নিলেই চশমার কাচ পরিষ্কার।

• এক চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ জল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট দিয়ে চশমার কাচ ভাল করে পরিষ্কার করে নিতে পারেন।

Advertisement

• বেকিং সোডার সঙ্গে জলের বদলে ভিনিগারও মিশিয়ে নিতে পারেন। তাতে চশমা আরও ভাল করে পরিষ্কার হবে।

চশমার কাচ পরিষ্কার করার সময়ে যে কোনও কাপড় ব্যবহার করবেন না। মাইক্রোফাইবার জাতীয় কাপড় ব্যবহার করুন। তাতে কাচ ভাল থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement