Partners

Relationship: আবার প্রেমে পড়েছেন? ভাল সঙ্গী হবেন কী করে

দীর্ঘস্থায়ী কোনও সম্পর্ক চাইছেন। আগে কী ভুল করেছিলেন, তা মাঝেমাঝেই ভাবছেন। কিন্তু ভাল সঙ্গী হওয়া যায় কী ভাবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৮:১১
Share:

প্রতীকী ছবি।

বেশ কয়েকটি প্রেম ভেঙে গিয়েছে। এ বার দীর্ঘস্থায়ী কোনও সম্পর্ক চাইছেন। আগে কী ভুল করেছিলেন, তা মাঝেমাঝেই ভাবছেন। সেই চিন্তায় পছন্দের মানুষটিকে মনের কথাও বলে ওঠা হচ্ছে না।

Advertisement

এমন তো কতই ঘটে। এতে নতুন কিছু নেই। কিন্তু ভাল সঙ্গী হওয়া যায় কী ভাবে? তা বোঝার চেষ্টাও করা যেতে পারে। তাতে পরবর্তী সম্পর্কে ঢোকার আগে মন থাকবে স্থির। আর নতুন সঙ্গীও ভাল থাকবেন আপনার সঙ্গে।

কোন দিকে মন দেবেন?

Advertisement

১) সব সময়ে নিজের মতই শ্রেষ্ঠ, এমন বোঝানোর চেষ্টা করবেন না। যে কোনও পথের ক্ষেত্রেই নানা ধরনের মত থাকে। কারও একটি পছন্দ হয়, তো আর এক জনের অন্যটি। আপনিও সে কথা মনে রাখুন। সঙ্গীর মত গুরুত্ব দিয়ে শোনা অভ্যাস করুন

২) ভুল হলে তা স্বীকার করুন। সব সময়ে সঙ্গীর উপরে তা চাপানোর চেষ্টা করবেন না। নিজের ভুলের দায় নেওয়ার অভ্যাস হয়ে গেলে সঙ্গীও আপনার সঙ্গে সহজে কথা বলতে পারবেন

প্রতীকী ছবি।

৩) অভিযোগ করার অভ্যাস আছে? সবেতেই ভুল ধরেন আর তা নিয়ে মন খারাপ করেন? এমন তো দিনের পর দিন চলতে পারে না। একে কোনও মানুষই আপনার সঙ্গে ভাল থাকবেন না। ফলে অভিযোগ করা কমান

৪) পরিবর্তন মেনে নিতে পারেন না? এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা নতুন কিছুই মেনে নিতে পারেন না। তাতে নিজের সঙ্গে ক্ষতি হয় সঙ্গীরও। এ ভাবে বেশি দিন একসঙ্গে থাকার কথা ভাবতে ভয় পেতেই পারেন অন্য মানুষটি

৫) কোনও ভুল বোঝাবুঝি হলে অন্তত মাঝেমাঝে ক্ষমা চাইতে এগিয়ে যান। তাতে সম্মান দেখানো হয় সঙ্গীকে

একে অপরের প্রতি সম্মাজনক আচরণ বজায় রাখা জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement