Durga Puja 2023

ধুনুচি নাচতে গিয়ে হাত পুড়ে গিয়েছে, জ্বালা ভাব কমাতে চট করে কী ব্যবস্থা নেবেন?

কাল হল ধুনুচি থেকে জ্বলন্ত নারকেল ছোবড়া হাতে উল্টে পড়ে। মণ্ডপের কাছাকাছি ওষুধের দোকান না থাকায় বারে বারে জল দিয়েছেন। কিন্তু জ্বালা কমছে না মোটে। ঘরোয়া উপায়ে জ্বালা ভাব কমাতে কী ব্যবহার করবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৯:১৫
Share:

পোড়ার কষ্ট কমবে কিসে? ছবি: সংগৃহীত।

নবমীর সন্ধেয় পাড়ার মণ্ডপে ধুনুচি নাচ হবে। সেই নাচে অংশ নেবেন বলে আগে থেকেই শাড়ি বেছে রেখেছিলেন। প্রথম বার সঙ্গীকে নিয়ে ধুনুচি নাচ নাচবেন। তা নিয়ে উৎসাহ-উদ্দীপনা বেশি থাকাই স্বাভাবিক। কিন্তু কাল হল ধুনুচি থেকে জ্বলন্ত নারকেল ছোবড়া হাতে উল্টে পড়ে। মণ্ডপের কাছাকাছি ওষুধের দোকান না থাকায় বারে বারে জল দিয়েছেন। কিন্তু জ্বালা কমছে না মোটে। ঘরোয়া উপায়ে জ্বালা ভাব কমাতে কী ব্যবহার করবেন?

Advertisement

১) অ্যালো ভেরা: পোড়া ত্বকের উপর সরাসরি অ্যালো ভেরা জেল লাগান। জ্বালা কমিয়ে যেমন ঠান্ডা অনুভূতি দেবে, তেমন দ্রুত ক্ষতও সারাবে এই জেল।

২) মধু: মধু অ্যান্টিসেপটিক হিসেবে অসাধারণ কাজ করে। পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ক্ষতে মধু লাগান। জ্বালা কমে যাবে। পোড়ার দাগও থাকবে না।

Advertisement

৩) ভিনিগার: ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে পাতলা করে নিন। এই মিশ্রণে পাতলা কাপড়ের টুকরো ভিজিয়ে পোড়া জায়গায় লাগিয়ে রাখুন। যখনই যন্ত্রণা হবে, এ ভাবে ভিনিগার ভেজানো কাপড় চেপে রাখলে আরাম পাবেন।

৪) ল্যাভেন্ডার অয়েল: পোড়ার যত্নে শেষ কথা ল্যাভেন্ডার অয়েল। অ্যালো ভেরা জেল, ভিটামিন সি, ভিটামিন ই ও ল্যাভেন্ডার অয়েলের মিশ্রণ তৈরি করে নিন। যত দিন না পোড়া সারছে, এটি সারা দিন লাগিয়ে রাখুন। জ্বালা কমবে, তাড়াতাড়ি সারবে, দাগও সম্পূর্ণ দূর হবে।

৫) কলার খোসা: পুড়ে গেলে হাতের কাছে কিছু না থাকলে কলার খোসা চেপে ধরুন পোড়ার জায়গায়। জ্বালা কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement