Covid Infection

করোনায় ভয়: কতক্ষণ অন্তর ব্যবহার করা যায় স্যানিটাইজার, কতটাই বা নেওয়া উচিত

কিন্তু কত বার এবং কতক্ষণ অন্তর ব্যবহার করতে হবে স্যানিটাইজার? কতটাই বা দিতে হবে হাতে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২১ ১৮:০৪
Share:

অতিরিক্ত বেশি স্যানিটাইজার একবারে নিয়ে বিশেষ উপকার হয় না। ফাইল চিত্র

করোনা যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে যুদ্ধে সকলেরই নিত্যসঙ্গী হয়ে উঠেছে স্যানিটাইজার। সুস্থ থাকার চেষ্টার গুরুত্বপূর্ণ অঙ্গ হল হাত পরিচ্ছন্ন রাখার চিন্তা। কিন্তু কত বার এবং কতক্ষণ অন্তর ব্যবহার করতে হবে স্যানিটাইজার? কতটাই বা দিতে হবে হাতে? বেশি ব্যবহার করলে হাতের কোনও ক্ষতি হবে না তো? এমন কত প্রশ্নও ঘুরপাক খাচ্ছে মনে। সে সবেরই উত্তর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। কী বলছেন হু-র চিকিৎসকেরা, জেনে নিন।

Advertisement

অনেকেরই বক্তব্য, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা জরুরি। কিন্তু তা কতটা ব্যবহার করতে হবে একবারে?

অতিরিক্ত বেশি স্যানিটাইজার একবারে নিয়ে বিশেষ উপকার হয় না। বরং এক হাতের পাতায় কয়েক ফোঁটা নিতে হবে। তার পরে দু’হাতের পাতায় তা ভাল ভাবে তা ঘষতে হবে, যতক্ষণ না হাত দু’টো শুকনো হয়। গোটা কাজটি করতে সময় লাগবে ২০-৩০ সেকেন্ড।

Advertisement

অ্যাকোহলযুক্ত স্যানিটাইজার কি আদৌ ব্যবহার করা ভাল?

স্যানিটাইজারে অ্যাকোহল থাকলে কারও শরীরে কোনও ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি, জানাচ্ছে হু। ফলে তা ব্যবহার করলে ক্ষতি নেই। কারণ, স্যানিটাইজারের মাধ্যমে খুবই সামান্য পরিমাণ অ্যালকোহল শরীরে প্রবেশ করে।

কতক্ষণ অন্তর স্যানিটাইজার ব্যবহার করা যায়?

চিকিৎসকেদের বক্তব্য, মাঝেমাঝে সাবান আর জল দিয়েও হাত ধোয়া জরুরি। তবে অল্প সময় অন্তর স্যানিটাইজার ব্যবহার করলে ক্ষতি নেই। স্যানিটাইজার ব্যবহার করলে যে কোনও ওষুধের কাজ করতে অসুবিধা হতে পারে, এমন নয়।

গ্লভ্‌স পরা ভাল, নাকি বারবার স্যানিটাইজার ব্যবহার করলেই সুরক্ষিত থাকা সম্ভব?

গ্লাভ্স পরলে অনেক সময়ে এক জায়গা থেকে জীবাণু আর এক জায়গায় চলে যাওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া, গ্লাভ্‌স খোলার সময়ে হাতেও সেই জীবাণু যেতে পারে। তার থেকে সচেতন ভাবে বারবার হাত পরিষ্কার করা ভাল। স্যানিটাইজার হাতের কোনও ক্ষতি করে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement