মোট কটা প্রাণী দেখতে পাচ্ছেন এই ছবিতে?
সাদা কালো এই ছবিতে কতগুলি পশু দেখতে পাচ্ছেন আপনি? পাঁচটি? যাঁরাই এই ছবিটি দেখছেন, তাঁদের অধিকাংশেরই জবাব, ‘পাঁচটি’। শুরুতেই জানিয়ে রাখা ভাল, আপনার জবাবও যদি এটাই হয় তাহলে উত্তরটি ভুল। এই জন্যই তো একে বলে ‘দৃষ্টিবিভ্রম’ বা অপটিক্যাল ইলিউশন। নেটমাধ্যমে এই ধরনের ছবি অজস্র রয়েছে। মাঝেমাঝেই সে সব ভাইরাল হয়। এই প্রকার আমাদের মস্তিষ্ককে মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। এ বারেও এমনটাই ঘটল।
ছবিতে যে ঠিক কতগুলি পশু লুকিয়ে রয়েছে তা খুঁজে বার করা কিন্তু বেশ মুশকিল। কিছু পশুকে আলাদা ভাবে বোঝা গেলেও, অনেকেই কিন্তু লুকিয়ে রয়েছে হাতির আড়ালে।
এক নজরে দেখলে ছবিতে পাঁচটি প্রাণী দেখা যাচ্ছে। হাতি, গাধা, কুকুর, বিড়াল এবং ইঁদুর ছবিতে স্পষ্ট। আরও ১১টি প্রাণী কিন্তু লুকিয়ে রয়েছে এই ছবিতেই। আপনি দেখতে পাচ্ছেন কি?
নেটাগরিকরা এই ছবিতে হাতি, কুকুর, ভোঁদড়, মাছ, মশা, গাধা, কুমির, সোর্ডফিশ, চিংড়ি, মুরগি, কচ্ছপ, ইঁদুর, সাপ, ডলফিন এবং একটি বিড়ালের হদিশ পেয়েছেন।
চেষ্টা করেও মিলছে না সমাধান? খুব খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন হাতির লেজের কাছে রয়েছে একটি সাপ। হাতির পায়ের কাছে উঁকি মারছে একটা মশা। আর বাকিটা? হাতির শুঁড়, কান, দাঁত, চোখ আর পা ভাল করে দেখলেই খুঁজে পাবেন উত্তর!