অন্যকে সুরক্ষিত রাখতেও মাস্ক পরা জরুরি। ফাইল চিত্র
কখনও কমছে, কখনও বাড়ছে করোনার সংক্রমণ ছড়ানোর হার। তবে এ কথা বোঝাই যাচ্ছে যে, এখনই অতিমারির পরিস্থিতি একেবারে কেটে যাবে না। ফলে আপাতত এখনও বহু দিন মাস্ক না ছাড়তেই পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মনে রাখা জরুরি, মাস্ক ছাড়া কারও সামনে এসে পড়লে বিপদের আশঙ্কা যথেষ্ট।
সামনে হঠাৎ কেউ হাঁচতে বা কাশতে পারেন। সে সময়ে ঢাল হয়ে দাঁড়াতে পারে মাস্ক। তা ছাড়া, উপসর্গহীন করোনা সংক্রমিত মানুষও আশপাশে অনেক রয়েছেন। তাঁদের সংস্পর্শে এলেও তো মাস্ক রক্ষা করতে পারবে আপনাকে। শুধু নিজেকে সুরক্ষিত রাখা নয়, আপনার থেকেও যাতে কোনও ভাবে ভাইরাস না ছ়ড়িয়ে পড়ে, তাও দেখার বিষয়। সব দিক থেকে সচেতন হলে, তবেই ধীরে ধীরে কমানো যাবে সংক্রমণের হার।
সমষ্টির মধ্যে সংক্রমণ ছড়ানোর প্রবণতা আটকানো জরুরি। না হলে অতিমারি পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া কঠিন। যত বেশি অসাবধান হবে মানুষ, তত বার ভাইরাস নতুন রূপ ধারণ করতে পারে। এ কথা বলেই সকলকে সতর্ক করছে ‘হু’।