Beauty

Skin Care: বর্ষাকালেও ঠোঁট ফাটছে? অতিরিক্ত মদ্যপান করছেন না তো

মদ্যপান হল এমন একটি অভ্যাস যা সবচেয়ে বেশি ক্ষতি করে ত্বকের। খুব অল্প দিনেই ত্বকের বয়স বাড়িয়ে দিতে পারে বেশ কয়েক বছর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ২২:১৭
Share:

প্রতীকী ছবি।

সপ্তাহে দু’দিন এক বোতল করে বিয়ার কিংবা একটি ককটেল যে শরীরের জন্য খুব একটা উপকারি নয়, তা সকলের জানা। তাও মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে আড্ডায় কিংবা একা একা সিনেমা দেখতে বসে মদ্যপানের ইচ্ছা হয়। তাতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে জেনেও হয়তো বাকি ক’টি দিন খুব নিয়ম মেনে খাওয়াদাওয়া করেন। ভাবেন এ ভাবে ক্ষতির পরিমাণ কিছুটা কম হবে।

Advertisement

কিন্তু খেয়ালই করছেন না ত্বকের কী হচ্ছে। কয়েক দিন পর হয়তো চোখে প়ড়ল হাত-পায়ে শুষ্ক ভাব। তবু বুঝলেন না, এর কারণ কী? কিছুটা ক্রিম মাখলেন। মাঝেমধ্যে অলিভ অয়েলও লাগালেন। কোনও উপকার পেলেন কি? পাবেন না। অতিরিক্ত মদ্যপানের কারণে ত্বকের এমন ক্ষতি হয়, যা হঠাৎ এক দিন টের পেতে শুরু করেন অনেকে। চর্মরোগ চিকিৎসকদের বক্তব্য, মদ্যপান হল এমন একটি অভ্যাস যা সবচেয়ে বেশি ক্ষতি করে ত্বকের। খুব অল্প দিনেই ত্বকের বয়স বাড়িয়ে দিতে পারে বেশ কয়েক বছর। যার ফলে কম বয়সেই ত্বকে দাগ, বলিরেখার দেখা মেলে।

প্রতীকী ছবি।

তার মানে কি ত্বকের যত্ন নিতে হলে একেবারেই মদ্যপান বন্ধ করে দিতে হবে?

Advertisement

মদ্যপান নিয়ন্ত্রণ করতে হবেই। বন্ধ না করতে চাইলে নিয়মিত যথেষ্ট পরিমাণ জল খেতে হবে। যাতে ত্বক সব সময়ে প্রয়োজনীয় মাত্রায় জল পায়। তাতে সঙ্কট কিছুটা হলেও কমবে বলে মত চিকিৎসকদের। কারণ প্রয়োজন মতো জল পেলে মদের প্রভাব খানিকটা সামলাতে সক্ষম হয় ত্বক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement