পুজো তো চলেই এল। আর তো কয়েকটা দিন বাকি। কেনাকাটাও শুরুর পথে। কিন্তু, এই মূল্যবৃদ্ধির বাজারে ঠিকঠাক প্ল্যানিং না করে এগোলে তো মুশকিল। পুজো শপিংয়ের জন্য একগাদা টাকা বেরিয়ে যাওয়ার পর সংসার খরচ নিয়ে চিন্তাটা একটু বাড়ে বইকি! সে জন্য পুজোয় শপিং শুরুর আগে একটা বাজেট প্ল্যান করে নেওয়া ভাল। কী ভাবে প্ল্যানিংটা করবেন জেনে নিন।
আরও পড়ুন: ঘর সাজিয়ে তুলুন পুরনো কাচের বোতলে, জেনে নিন কী ভাবে