Home Decor

Home Decor: কম খরচে ঘর সাজাতে চান? সবচেয়ে সহজ উপায় টুনির আলো

অনেক সময় এক রকম অন্দরসাজ দেখে আমাদের একটা একঘেয়েমি চলে আসে। কম বাজেটে ঘরের ভোলবদল করতে টুনির আলোর জুড়ি মেলা ভার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৭:০১
Share:

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

করোনাকালে বেশির ভাগ সময় কাটছে ঘরের ভিতর। কিন্তু একই রকম অন্দরসজ্জা দেখে দেখে একটা একঘেয়েমি চলে আসে আমাদের মধ্যে। অথচ ঘরের পুরোরপুরি ভোল বদলে ফেলার মতো অর্থ বা উপায় কোনওটাই হয়তো আপনার এখন নেই। তা হলে কী করা যায়? কী ভাবে কম খরচে ঘরটা অন্য রকম করে সাজাবেন। সহজ উপায় ফেয়ার লাইট বা টুনির আলো।

Advertisement

কোথায় পাবেন

খুব সহজে আজকাল অনলাইন বিপণিগুলিতে নানা রকম টুনির আলো পেয়ে যাবেন। এলইডি লাইটের তার হয়তো ব্যাটারিতেই চলল। বিদ্যুতের ব্যবস্থা না করা থাকলেও কুছ পরোয়া নেই। কিছু লাইট পেয়ে যাবেন যেগুলির জন্য আপনার বিদ্যুতের ব্যবস্থা লাগবে, কিছু পেয়ে যাবেন যা ইউএসবি’র মাধ্যমে রিসার্জ করে নেওয়া যাবে। আবার বেশ কিছু রয়েছে যেগুলো আরও বেশি আকর্ষণীয় দেখতে। কাপড় মেলার ক্লিপের মতো দেখতে টুনি পেয়ে যাবেন। যার সাহায্যে দেওয়ালে কিছু টাঙিয়ে রাখতে পারবেন। আবার তারার মতো দেখতে কিছু টুনি আলোও পেয়ে যাবেন একবার অনলাইনে খুঁজলেই। এগুলো প্রত্যেকটা আপনার ঘরের অন্ধকার কোণগুলো আলোকিত করে তুলতে সাহায্য করব।

Advertisement

প্রতীকী ছবি।

কী ভাবে সাজাবেন

১। ক্লিপের মতো টুনি-আলোর তার দেওয়ালে টাঙিয়ে তার থেকে নানা রকম পলারয়েড ফোটো লাগিয়ে দেওয়াল সাজাতে পারেন।

২। তারার মতো দেখতে আলো বারান্দায় লাগালে বেশ একটা উৎসবের আমেজ পাবেন। বাড়িতে অতিথিরা এলে লাগাতে পারেন।

প্রতীকী ছবি।

৩। পুরনো ওয়াইনের বোতল বাড়িতেই নানা রকম রং দিয়ে সাজান। তার পর বোতলে আলোর তার ভরে জালিয়ে দিন। দারুণ দেখাবে।

৪। ইনডোর প্ল্যান্ট বা ঘরের ভিতরে গাছ থাকলে তার চারপাশে আলো দিয়ে সাজাতে পারেন। ইনস্টাগ্রামে ছবি দিলে প্রচুর ‘লাইক’ পাবেন।

৫। পরদার গা দিয়ে এই টুনির তার পেচিয়ে লাগিয়ে নিন। অতিথিরা এলে চমকে যাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement