Daily Hacks

Daily Hacks: বর্ষাকালে পিঁপড়ের উপদ্রব থেকে বাঁচবেন কী করে? উপায় রয়েছে হাতের কাছেই

বর্ষায় সকলের বাড়িতেই পিঁপড়ের উপদ্রব বাড়ে। চারদিকে সার দিয়ে পিঁপড়ের লাইন দেখলেই মাথা খারাপ হয়ে যায়। কী করবেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৩:৫৯
Share:

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

একটু বৃষ্টি পড়লেই পিঁপড়ের উপদ্রব বা়ড়ে সব বাড়িতে। পিঁপড়ের গর্তে জল জমে যায় বলে, তাঁরা বেরিয়ে এসে বাড়ির ভিতরে ঢুকতে চায়। তাই এদিক ওদিকে একটুও খাবার পড়ে থাকলে সঙ্গে সঙ্গে পিঁপড়ে আকৃষ্ট হয়। কী ভাবে পিঁপড়ে তা়ড়ানো যায়? জেনে নিন কিছু সহজ উপায়।

১। প্রথমেই মাথায় রাখুন, ঘরের কোথাও খাবার যেন না পড়ে থাকে। খাবারের গন্ধ পেলেই পিঁপড়েরা টের পেয়ে যাবে। কোথাও কোনও খাবার হাত থেকে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে মুছে ফেলুন

Advertisement

২। প্রত্যেক দিন ঘর মোছার সময় কোনও ভেষজ কীটনাষক ফ্লোর ক্লিনার ব্যবহার করতে পারেন। যা পোকা-মাকড়-পিঁপড়ে দূরে রাখবে।

৩। দারচিনির গন্ধ পিঁপড়ের সহ্য হয় না। তাই চিনির কৌটোর চার পাশে দারচিনিগুঁড়ো ছড়িয়ে রাখতে পারেন। পিঁপড়ে ধারেকাছে আসবে না।

Advertisement
আরও পড়ুন:

প্রতীকী ছবি।

৪। একটি পাত্রে অর্ধেক ভিনিগার আর বাকি অর্ধেকটা জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। ঘরের সব কোণে এই মিশ্রণ স্প্রে করে রাখুন। পিঁপড়ে পালিয়ে যাবে।

৫। পিঁপড়ে তাড়ানোয় দারুণ কাজ দেয় নুন। জলে নুন মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন। ঘরের চার পাশে স্প্রে করুন মাঝেমাঝে। পিঁপড়ে চার পাশে আসবে না।

৬। যে জায়গাগুলোয় পিঁপড়ে বেশি আসে সেখানে গোলমরিচগুঁড়ো ছড়িয়ে রাখতে পারেন। গোলমরিচের গন্ধও সহ্য করতে পারে না পিঁপড়ে।

৭। যদি বর্ষার স্যাঁতসেঁতে আবহে ঘরে কোনও রকম মিশ্রণ স্প্রে করে রাখতে স‌ংকোচ হয়, তা হলে চকের গুঁড়োও ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement