anamika khanna

ডিজিটাল মাধ্যমে কি আর ডিজাইনারের শিল্প বোঝা যায়? মন্তব্য অনামিকা খন্নার

নিজের ক্রেতাদের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর কাছে। ফলে সকলের যাতায়াতের জন্য তাঁর বুটিকের দরজা খোলাই থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১৭:০৭
Share:

স্পর্শ না করে শিল্প বোঝা যায় কি? প্রশ্ন অনামিকার।

মানুষ কখনও একে অপরের সংস্পর্শে না এসে ভাল থাকতে পারে না কি? যে যা-ই বলুন না কেন, মুখোমুখি বসে কাজের বিকল্প হয় না। তার মজাই আলাদা! নিজের ইনস্টাগ্রাম ভিডিয়োয় এমনই মন্তব্য করলেন ফ্যাশন ডিজাইনার অনামিকা খন্না।
মুম্বইয়ে যে নতুন বুটিক চালু করতে চেলেছেন, লক ডাউনের বেশ আগেই সে কথা ঘোষণা করেছিলেন অনামিকা। সেই দোকানের সাজগোজের কাজ প্রায় শেষ। গোটা লক ডাউনের সময়টা জুড়েই মন দিয়ে চলেছে ডিজাইনারের সাধের সেই দোকানের সাজসজ্জা। ইনস্টাগ্রামে একটি ভিডিয়োর মাধ্যমে সেই দোকানটিই এ বার ঘুরে দেখালেন অনামিকা। সঙ্গে জানালেন, নিজের ক্রেতাদের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর কাছে। ফলে সকলের যাতায়াতের জন্য তাঁর বুটিকের দরজা খোলাই থাকবে। তিনি বলেন, ‘‘এত কাল সকলে আমার কলকাতার বুটিকে আসতেন, গল্প করতেন, কফি খেতেন। এখানেও যাতে তেমনটাই করা যায়, সে ভাবেই জায়গাটি তৈরি করা হয়েছে। আমি চাই সকলেই নিজে এসে আমার সৃষ্টি দেখুন।’’

Advertisement

এই সময়ে ডিজিটাল দুনিয়ায় নিজের কাজের বিস্তার ঘটানোয় মন দেওয়ার কথাই হচ্ছে, তা তিনি জানেন। সে কাজ যে যুক্তিসঙ্গত, তাও তিনি মানেন। তবু তাঁর বক্তব্য, এক জন ডিজাইনারের সৃষ্টি হাতে ধরে না দেখতে পেলে, তা বিশেষ বোঝা যায় না। বলেন, ‘‘শিল্প তো অনুভব করার জিনিস। ডিজাইনারের কাজ হাতে ধরে না দেখলে হয় না কি!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement